'আমি কারেক্ট আছি', চাঁদের বৃত্তে পৌঁছে টুইট চন্দ্রযান ৩-এর https://ift.tt/3ANsaVg - MAS News bengali

'আমি কারেক্ট আছি', চাঁদের বৃত্তে পৌঁছে টুইট চন্দ্রযান ৩-এর https://ift.tt/3ANsaVg

হাতের মুঠোয় সাফল্য ধরা দিতে আর মোটে ২২-২৩ দিন বাকি। তবে সাফল্যের আর একটু কাছাকাছি এগোল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বড় ঘোষণা করা হল ইসরোর তরফে। ইসরো মঙ্গলবার টুইটে জানিয়েছে, পৃথিবীর কক্ষপথগুলিতে প্রদক্ষিণ সম্পন্ন করেছে চন্দ্রযান-৩। এবার সেটিকে পাঠিয়ে দেওয়া হল চাঁদের দিকে। ISTRAC থেকে সফল পেরিজি ফায়ারিংয়ের মাধ্যমে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী স্টপ: চাঁদচাঁদের কক্ষপথে মহাকাশযানটি প্রবেশ করবে ৫ অগাস্ট ২০২৩। অন্যদিকে ইসরোর LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ঠিকভাবেই কাজ করছে চন্দ্রযান-৩। টুইটটিতে লেখা রয়েছে, 'I'm doing GREAT!' প্রতীকী ছবিটি প্রকাশ ইসরো বোঝাতে চেয়েছে এখনও পর্যন্ত একেবারে ঠিকভাবেই কাজ করছে চন্দ্রযান-৩। একেবারের চাঙ্গা রয়েছে বলা যেতে পারে। তাই যেন সেটি নিজেই বলছে সেকথা। আমাদের সকলকে যেন সে জানান দিচ্ছে 'আমি চাঙ্গা আছি'। ট্রান্সলুনার ইনজেকশনের আগে চন্দ্রযান-৩ ও তার প্রোপালশান মডিউলটি ১ লক্ষ ২৭ হাজার ৬০৩ কিলোমিটার X ২৩৬ কিলোমিটার দূরত্বে ছিল। তবে মোটেও এক ধাক্কায় পৃথিবী থেকে এত দূরের কক্ষপথে স্থাপন করা হয়নি চন্দ্রযান-৩-কে। এই জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেছিলেন বিজ্ঞানীরা। গত ১৫ দিন ধরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় ধাপে ধাপে দূরত্ব বাড়ায় চন্দ্রযান-৩ এবং তার প্রোপালশান মউিউল। পাঁচটি ধাপ পেরনোর পর এই দু'টি ১ লক্ষ ২৭ হাজার ৬০৩ কিলোমিটার ২৩৬ X কিলোমিটার দূরত্বে এসে পৌঁছয়। এবার প্রয়োজন ছিল একটি বড়সড় 'ধাক্কা'-র। এই ধাক্কাতেই পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে গেল চন্দ্রযান-৩। অর্থাৎ এযেন ঠিক চাঁদের চত্বরে প্রবেশের আগের 'গলি' ধরে নেওয়া। 'থ্রাস্টারগুলি' । এরপর একই ভাবে ধাপে ধাপে চাঁদের চারপাশে কয়েকবার পাক খাবে এই মহাকাশযান। প্রতি ধাপেই চন্দ্রযান-৩-এর থেকে কমবে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব। তারপর ২৩ বা ২৪ অগাস্ট নাগাদ চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে।১৪ জুলাই ২০২৩ চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। । পরিকল্পনা মাফিক প্রথমে পৃথিবীর পাঁচ কক্ষপথ-উত্থাপন কৌশল সম্পাদন করা হয়েছে। চন্দ্রপৃষ্ঠ সম্বন্ধে তথ্য অন্বেষণের জন্য একাধিক যন্ত্রপাতি রয়েছে চন্দ্রযান-৩-এর মধ্যে। এই যন্ত্রপাতিগুলি চন্দ্রপৃষ্ঠের কম্পন, প্লাজমা পরিবেশ, অবতরণ স্থানের আশপাশের মৌলিক গঠন নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/MLqY0jC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads