'আমার ডেরায় স্বাগত', টুইটে চন্দ্রযান ৩-কে অভিবাদন খোদ চাঁদের https://ift.tt/FczsVMW - MAS News bengali

'আমার ডেরায় স্বাগত', টুইটে চন্দ্রযান ৩-কে অভিবাদন খোদ চাঁদের https://ift.tt/FczsVMW

চাঁদের কক্ষপথে ঢুকে পড়ছে ভারতের চন্দ্রযান-৩। ৫ অগাস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে মহাকাশযানটি। শনিবার সন্ধ্যায় জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের কক্ষপথে পৌঁছে কী প্রতিক্রিয়া চন্দ্রযান-৩ মহাকাশযানের তাও জানিয়েছে ইসরো। চন্দ্রযান-৩-এর বার্তা উদ্ধৃত করে ইসরোর তরফে টুইট করা হয়েছে, 'MOX, ISTRAC, চন্দ্রযান-৩ কথা বলছি। আমি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছি।'দক্ষিণ ভারতের বেঙ্গালুরুর ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে নজর রাখা হচ্ছে চাঁদের গতিপথে। ইসরোর টেলিমেট্রি, ট্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISTRACK) চন্দ্রযান-৩-এর তত্ত্বাবধানে রয়েছে। সেখানেই এসে পৌঁছেছে চন্দ্রযান-৩-এর বার্তা। ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের কক্ষপথে সফল ভাবে ঢুকে পড়তে সক্ষম হয়েছে চন্দ্রযান-৩। এর পরবর্তী পদক্ষেপ চাঁদের থেকে চন্দ্রযান-৩-এর দূরত্ব আরও কমিয়ে আনা।। তবে চাঁদের পৃষ্ঠের যত কাছাকাছি পৌঁছবে চন্দ্রযান-৩ ততই এটির কমে আসবে। তারপর নির্বিঘ্নে পালকের মতো (সফট ল্যান্ডিং) চাঁদের বুকে অবতরণ করবে। এখনও পর্যন্ত মহাকাশযানটির স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইসরো। আগে থেকে ৫ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে প্রবেশ করানোর পরিকল্পনা করে রেখেছিল ইসরো। এরপর মোট চারবার চাঁদকে ঘিরে পাক খাবে চন্দ্রযান-৩। । কারণ সরাসরি চাঁদের পৃষ্ঠে অবতরণ সম্ভব নয়। আগামী ২৩ অগাস্ট চন্দ্রযান-৩-কে চাঁদের পিঠে অবতরণের পরিকল্পনা রয়েছে ইসরোর। একটি প্রোপলশান মডিউল ল্যান্ডার 'বিক্রম'-কে বয়ে নিয়ে যাচ্ছে চন্দ্রযান-৩ । চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার 'বিক্রম'। এই মুহূর্তে প্রধান লক্ষ্য ল্যান্ডার 'বিক্রম'-কেই পালকের মতো চাঁদের পৃষ্ঠ ছোঁয়ানো। এরপর এক চন্দ্রদিবসের জন্য চাঁদের পৃষ্ঠে ঘুরে বেড়াবে সেটি। উল্লেখ্য এক চন্দ্রদিবস (চাঁদের এক বেলা) পৃথিবীর হিসেবে প্রায় ১৪ দিনের সমান। চাঁদের পৃষ্ঠে অবতরণের প্রক্রিয়াটি খুবই জটিল। অবতরণের আগে খুঁটিয়ে দেখে নেওয়া হবে চাঁদের পৃষ্ঠের উপরকার পরিস্থিতি। সেই মতো বেছে নেওয়া হবে নিরাপদ জায়গা। এরপর পালকের মতো চাঁদের পিঠে নামবে চন্দ্রযান-৩ মহাকাশযান। চাঁদের পৃষ্ঠে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে চন্দ্রযান-৩-এর রোভার 'প্রজ্ঞান'। তবে সবকিছুই নির্ভর করছে 'সফট ল্যান্ডিং'-এর উপর। পৃথিবীতে বসে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবেন ইসরোর বিজ্ঞানীরা।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/XRjPymV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads