রবিবারের বাজারে রেট বাড়ছে ইলিশের! কত দামে কিনবেন? https://ift.tt/ToypmLx - MAS News bengali

রবিবারের বাজারে রেট বাড়ছে ইলিশের! কত দামে কিনবেন? https://ift.tt/ToypmLx

বাঙালির রসনা তৃপ্তির মরশুম কি তবে এবারের মতো শেষ? জোর দিয়ে এ বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও আশঙ্কা দেখা দিয়েছে প্রকৃতির খামখেয়ালিপনায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আপাতত জাল খালি নিয়েই ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। সপ্তাহের শুরু থেকেই বাজারে ইলিশের দাম কিছুটা বেড়েছে।

ইলিশ মাছের দাম এদিন বাজারে কত রয়েছে?

কলকাতা শহরে ইলিশের দাম সামান্য বেড়েছে। এদিন 350 গ্রাম কেজির ইলিশের দাম রয়েছে 550 টাকা। 500 থেকে 600 গ্রাম ইলিশের দাম রয়েছে 700 টাকা। 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশের দাম রয়েছে 1200- 1500 টাকা।শহরতলিতেও ইলিশের দাম সামান্য বেড়েছে। ছোট আকারের ইলিশের দাম রয়েছে 450 টাকা। তবে বড় আকারের এক কেজির ইলিশের দাম রয়েছে 1000 টাকা।অবশ্য ইলিশের দাম চলতি মরশুমে রয়েছে অপেক্ষাকৃত কম। কারণ, বিগত কয়েক বছর ধরেই ইলিশের দাম রয়েছে 500-700 টাকার মধ্যে। সেই তুলনায় এই মরশুমে ইলিশ সস্তাই।ইলিশ মাছের জেরে বিক্রি প্রায় বন্ধ হয়েছে অন্য মাছের। লোকাল বাজার সূত্রে খবর, ক্রেতারা বাজারে গিয়ে কিনতেই বেশি ঝুঁকছেন। ফলে, বিক্রি কমেছে অন্য মাছের। বাজারে রুইয়ের প্রতি কেজিতে দাম রয়েছে 190- 200 টাকা। কাতলার দাম রয়েছে 350- 400 টাকা। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম শুরু হচ্ছে 500 টাকা থেকে। ট্যাংরা বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 টাকা করে। ভোলা মাছের কেজি প্রতি দাম রয়েছে 350 টাকা। বোয়াল মাছের কেজি রয়েছে 500- 600 টাকা। পাবদা মাছের প্রতি কেজির দাম রয়েছে 350 টাকা। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে 550 টাকা। গলদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে 700- 750 টাকা।এছাড়া বাজারে সস্তায় কেনা যাবে তেলাপিয়া, লোটে মাছ। তেলাপিয়ার কেজি রয়েছে 200 টাকা। লোটে মাছের কেজি প্রতি দাম 120 টাকা।মাছের দাম যখন মিশ্র, তখন সস্তা দামে বিকোচ্ছে চিকেনও। বাজারে প্রতি কেজি চিকেনের দাম রয়েছে 170- 190 টাকা। যা কিনা গত মাসের 230 প্রতি কেজির তুলনায় অনেকটাই সস্তা। গোটা মুরগির কেজি প্রতি দাম 132- 145 টাকা। দেশি মুরগির রেট রয়েছে 350 -400 টাকা কেজি। তবে মাটনের রেট চড়াই রয়েছে। কলকাতা- সহ শহরতলিতে 750- 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাটন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/jCfGKVE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads