ডুরান্ডের আগেই সুখবর, ইস্টবেঙ্গল সমর্থকদের বড় চমক https://ift.tt/LMufB7p - MAS News bengali

ডুরান্ডের আগেই সুখবর, ইস্টবেঙ্গল সমর্থকদের বড় চমক https://ift.tt/LMufB7p

কলকাতা লিগে ভালো ছন্দে রয়েছে দল, ডুরান্ড কাপ অভিযান শুরু করতে চলেছে। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে লাল হলুদ। এরই মধ্যে ক্লাবের জন্য সুখবর এল। ক্লাবের পক্ষ থেকে নতুন স্পনসরের নাম ঘোষণা করা হল। ৪ অগাস্ট একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন স্পনসরের খবর ঘোষণা করলেন দলের CEO নম্রতা পারেখ। প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘বেটিরি একটা নতুন গেম টেক প্ল্যাটফর্ম। ইমামি ইস্টবেঙ্গল FC-র সঙ্গে পার্টনারশিপ করল। ২০২৩-২৪ মরশুমের জন্য প্রিন্সিপাল স্পনসর হল সংস্থাটি। এই চুক্তির ফলে সংস্থার লোগো জার্সির সামনে ও পিঠে থাকবে। দলের ম্যাচ জার্সি ও প্রস্তুতির জার্সিতে থাকবে এটি।’ এই চুক্তির ব্যাপারে নম্রতা পারেখ বলেন, ‘আমরা সংস্থাকে নতুন মরশুমের জন্য় শুভেচ্ছা জানাই। ভারতের ক্রীড়াক্ষেত্রে গেম টেক দ্রুততার সঙ্গে বাড়ছে। বেটিরি যারমধ্যে দিয়ে ব্যবহারকারীদের লাইভ গেম, খেলার খবর ও আপডেট দিয়ে থাকে।’অন্যদিকে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাঁরা নতুন সংস্থা হিসেবে এই চুক্তি করতে পেরে আনন্দিত। এবং তারা আশা করছে লাল হলুদ ব্রিগেডের সাফল্যের জন্য। এরজন্য কোচ, প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের শুভেচ্ছা জানানো হয়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল লাল হলুদ সমর্থকদের জন্য নতুন কিছু আসতে পারে। এবার সেটাই সামনে এল। গত বছর অবশ্য অন্য স্পনসর ছিল লাল হলুদের। কিছুদিন আগে কোচিং স্টাফ নিয়ে লাল হলুদে যোগ দিয়েছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। তাঁকে বিমানবন্দর থেকে ক্লাবে আনতে সমর্থকরা ভিড় করেছিলেন। এরপর বোরহা হেরেরাও এসেছেন শহরে। এখনও শহরে আসা বাকি ক্লাবের অধিনায়ক লিস্টন কোলাসোর। তবে দলের অধিকাংশ সদস্য এসে যাওয়ায় অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ। ঘরের মাঠে অনুশীলন হচ্ছে। অন্যদিকে জুনিয়র দল খেলছে কলকাতা লিগ। কোচ সেখানেও যাচ্ছেন ম্যাচ দেখতে। গ্যালারি থেকে প্লেয়ারদের উদ্দেশ্যে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে। এবারের প্রাক মরশুমে লাল হলুদকে বেশ চনমনে লেগেছে। প্লেয়ারদের প্রত্যেকেই ফিট দেখিয়েছে। গতবারের অনেক প্লেয়ারকে ছেড়ে এবার নতুন কোচিং স্টাফ ও নতুন প্লেয়ারদের নিয়ে নামার লক্ষ্য রেখেছে। তারই প্রস্তুতি ভালোভাবেই হয়েছে। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পুরো দলের সঙ্গে সমর্থকদের আলাপ করিয়ে দেওয়া হয়েছে, যা দেখে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/ZDCUk9c
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads