সামনে এল শনিবারের জ্বালানির দাম! রাজ্যে আজ পেট্রল-ডিজেল কত? https://ift.tt/lpQtWOx - MAS News bengali

সামনে এল শনিবারের জ্বালানির দাম! রাজ্যে আজ পেট্রল-ডিজেল কত? https://ift.tt/lpQtWOx

শনিবার, 5 অগাস্ট ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রল এবং ডিজেলের রেট ঘোষণা করে। আজ দেশের একাধিক শহরে তেলের দামে বেশ কিছু পরিবর্তন হয়েছে। বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের রেট কম হয়েছে। আবার কিছু শহরে পেট্রল এবং ডিজেলের দামে বৃদ্ধি দেখা গিয়েছে। রাজ্যগুলিতে জ্বালানির উপর নেওয়া করের হার আলাদা হয়। এর জন্য বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দামও আলাদা হয়।ভারতে 15 জুন, 2017 থেকে ডিজেলের দাম প্রতিদিন সংশোধন করা হয়৷ আগে প্রতি দুই সপ্তাহে ডিজেলের দাম বদল হতো। একই ভাবে 15 জুন, 2017 থেকে ভারতে প্রতিদিন পেট্রোলের দাম সংশোধিত হয়৷ এটি প্রতি পাক্ষিকে পেট্রোলের দাম সংশোধন করার আগের ব্যাবস্থা থেকে বড় পরিবর্তন ছিল। আজ 4টি মেট্রো শহরে তেলের দামে কোনও বড় পরিবর্তন হয়নি। দিল্লিতে আজ পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা। কলকাতায় পেট্রল 106.03 টাকা ও ডিজেল 92.76 টাকা। মুম্বই -তে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে 106.31 টাকা ও 94.27 টাকা। চেন্নাই পেট্রল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা।

শনিবার দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম জেনে নিন

1. কলকাতা - আজ পেট্রল 106.03 টাকা ও ডিজেল 92.76 টাকা।2. দিল্লি - আজ পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা।3. মুম্বই - আজ পেট্রল 106.31 টাকা ও ডিজেল 94.27 টাকা।4. চেন্নাই - আজ পেট্রল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা।5. বেঙ্গালুরু - আজ পেট্রল 101.94 টাকা ও ডিজেল 87.89 টাকা।6. লখনউ - আজ পেট্রল 96.47 টাকা এবং ডিজেল 89.66 টাকা।7. জয়পুর - আজ পেট্রল 108.67 টাকা ও ডিজেল 93.89 টাকা।8. গুরুগ্রাম - আজ পেট্রল 96.77 টাকা ও ডিজেল 89.65 টাকা।9. চন্ডিগড় - আজ পেট্রল 96.20 টাকা ও ডিজেলর দাম 84.26 টাকা।10. নয়ডা - আজ পেট্রল 96.64 টাকা ও ডিজেলর দাম 89.82 টাকা।আপনি চাইলে খুব সহজে নিজের শহরের রোজকার দিনের পেট্রল এবং ডিজেলের দাম জেনে নিতে পারেন। আপনি যদি ইন্ডিয়ান অয়েল -এর গ্রাহক হন, তাহলে আপনি 9224992249 নম্বরে এসএমএস পাঠান। আর যদি বিপিসিএল -এর গ্রাহক হন, সেই ক্ষেত্রে 9223112222 নম্বরে এসএমএস করতে পারেন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/J1EqbNV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads