বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিনটি হাতি, মর্মান্তিক ঘটনা অসমে https://ift.tt/O5IdGVg - MAS News bengali

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিনটি হাতি, মর্মান্তিক ঘটনা অসমে https://ift.tt/O5IdGVg

অসমে মৃত্যু হল তিনটি হাতির। গুয়াহাটি শহর থেকে কিছুটা দূরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি শাবকসহ তিনটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার ওই ঘটনা ঘটেছে অসমের কামরূপ জেলার রানীবাগান ফরেস্ট রেঞ্জের পানিচান্দা এলাকাতে। আগেও অসমের বিভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। গত বছর অক্টোবর মাসেই নগাঁও এলাকাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল হাতি। এদিন আবার সেই রাজ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল তিনটি হাতির। বন বিভাগের আধিকারিকদের প্রাথমিক ধারণা খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতিগুলি। কামরূপ জেলার পূর্ব বিভাগের বন দফতরের আধিকারিক রোহিণী বল্লভ সাইকিয়া জানান, যেখানে এদিন এই ঘটনা ঘটে সেই জায়গাটি গুয়াহাটি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। সেখানের সুপারি গাছের কাছে হাতিগুলির এই রকম মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বলেন 'তিনটি হাতি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছিল। আমাদের প্রাথমিক ধারণা, হাতিগুলি যখন সুপারি গাছ ধরে টানছিল তখনই গাছটি বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিগুলি। তাতেই মৃত্যু হয় ওই তিনটি হাতির। বনকর্মীরা হাতির দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।'আধিকারিকরা জানান, শুক্রবার সকালে ওই হাতির দেহগুলিও দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারাই বন বিভাগের কর্মীদের খবর দেন। রোহিণী সাইকিয়া বলেন, 'আমাদের মনে হচ্ছে বিদ্যুতস্পৃষ্ট হয়েই তিনটি হাতি মারা গিয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।'। সেখানে ফসল নষ্ট করে হাতির দল। তাই হাতির আক্রমণ থেকে চাষের জমি রক্ষা করতে অনেকই বৈদ্যুতিক তার দিয়ে জমি ঘিরে রাখেন। এতেই অনেক সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটে।এর আগে অসমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ট্রেনের ধাক্কায় এবং বিষক্রিয়ায় অনেক হাতির মৃত্যু হয়েছে। গত দশ বছরে অসমে প্রায় ২৫০টি হাতির মৃত্যু হয়েছে। গত বছর অক্টোবর মাসে নগাঁও জেলার বানেশ্বর ফরেস্ট ক্যাম্পের জাখলাবান্দা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা যায়। সেটি মারা গিয়েছিল একটি চাষ জমিতে। তার কয়েকদিন আগেই গোঁসাইগাঁও এলাকাতেও বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারা গিয়েছিল একটি হাতি। বন দফতরের হিসাবে অসমে প্রায় ৫৭০০টি হাতি আছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/PgFupx0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads