কক্ষপথে ঢুকেই চাঁদের ভিডিয়ো তুলে পাঠাল চন্দ্রযান-৩, দেখুন https://ift.tt/89F1cOx - MAS News bengali

কক্ষপথে ঢুকেই চাঁদের ভিডিয়ো তুলে পাঠাল চন্দ্রযান-৩, দেখুন https://ift.tt/89F1cOx

আচ্ছা অনেক দিন তো হল। মানে বেশ কিছুদিন তো চাঁদের দিকে ধাওয়া করেছে চন্দ্রযান-৩। তা 'চাঁদ মামা'-কে এক ঝলক দেখতে ইচ্ছা করছে নাকি? সেই সুযোগ কিন্তু করে দিয়েছে ইসরো। ইতিমধ্য়েই চাঁদের ছবি কিন্তু আপনার একেবারে সামনেই। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ইসরোর চন্দ্রযান-৩। তখনই এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল। যা রবিবার প্রকাশ করা হয়েছে ইসরোর তরফে। কীরকম দেখতে লাগছে চাঁদকে তার ছবি তুলে পাঠিয়ে দিয়েছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩-এর 'চোখে' কেমন দেখতে লাগছে পৃথিবীর একমাত্র এই উপগ্রহকে সেই ছবি সামনে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্রমশই আকারে বড় হয়ে যাচ্ছে চাঁদ। কিছুটা নীলাভ-সবুজ লাগছে চাঁদকে। যেহেতু চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-৩ তাই চাঁদের পাশের অংশও কিছুটা ধরা পড়েছে তার ক্যামেরায়। চলতি মাসের ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রকে ভারতের সবথেকে ভারী ও উন্নত রকেট এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। । এখনও পর্যন্ত চাঁদের যাত্রাপথের দুই তৃতীয়াংশ পার করেছে সে। ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী আড়াই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ চন্দ্রযানের জন্য। সবচেয়ে বড় পরীক্ষা 'প্রজ্ঞান'-কে নিরাপদে চাঁদে অবতরণ। এর জন্য মহাকাশযানের গতি ধাপে ধাপে কমিয়ে আনা হবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে লুনার বাউন্ড ম্যানুভার নম্বর বা LBN।। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন ছিল চাঁদের কক্ষপথে প্রবেশ। বহু প্রতীক্ষিত সেই কাজ ভারতের মহাকাশযান সফল ভাবে সম্পূর্ণ করেছে । সব ঠিক থাকলে আগামী ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩। চন্দ্রপৃষ্ঠের ৩০ কিলোমিটার উপর থেকে হালকা পালকের মতো ২০ মিনিট ধরে চাঁদের পিঠে অবতরণে প্রক্রিয়া চালাবে চন্দ্রযানের ল্যান্ডার 'বিক্রম'।অভিকর্ষজ টান সহ্য করে চাঁদের দিকে এগিয়ে যেতে পারলেই কেল্লাফতে। সাফল্যের অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে যাবে চন্দ্রযান-৩। এই 'সফট ল্যান্ডিং' সফল হলেই চাঁদের বুকে ভারতের জয়যাত্রার ইতিহাসের সূচনা হবে। 'বিক্রম' ল্যান্ড করার পরে সেটির মধ্যে থেকে বেরিয়ে আসবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের পৃষ্ঠে ঘুরে ঘুরে সে কুড়োবে খনিজ, নুড়ি-পাথর। চন্দ্রপৃষ্ঠে আঁকবে অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীক চিহ্ন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/2DEUMAz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads