'পিস ট্রেন' চেয়ে তৃণমূলের তোপে রাজ্যপাল বোস https://ift.tt/Tp4u7Xl - MAS News bengali

'পিস ট্রেন' চেয়ে তৃণমূলের তোপে রাজ্যপাল বোস https://ift.tt/Tp4u7Xl

এই সময়: বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, রাজভবনে পিস রুম চালু অথবা স্বাধীনতা দিবসের আগে বন্দিমুক্তির ফাইল ফেরত পাঠানো নিয়ে ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের আবহ ক্রমশ উত্তপ্ত হচ্ছিলই। এরমধ্যে আবার সরকারি অনুষ্ঠানে বাংলায় 'পিস ট্রেন' চালুর প্রস্তাব দেওয়ায় তাঁকে সমস্বরে আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের নেতারা। এমনকী, পঞ্চায়েত ভোটে হিংসার ইস্যুতে যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় মুখর ছিল, তারাও সরকারি মঞ্চে রাজ্যপালের ভাষণের তীব্র বিরোধিতা করেছে। রবিবার রেলের 'অমৃত ভারত' প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিয়ালদহে সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল বোস। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে অনুরোধ জানান 'পিস ট্রেন' চালুর জন্য। আর সেই প্রসঙ্গে তিনি ফের বাংলার হিংসার প্রসঙ্গ টানেন। এদিন বোস বলেন, 'বাংলার দুই শত্রু দুর্নীতি ও হিংসা। আমি রেলমন্ত্রীকে অনুরোধ করব, কলকাতা থেকে একটি পিস ট্রেন চালু করতে, যে ট্রেন এখান থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিংয়ে যাবে।' হিংসা ও দুর্নীতির বিষয়ে আত্মসমীক্ষার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে সকলকে একজোট হওয়ারও আর্জি জানান রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের সময়ে হিংসা ও অশান্তির অভিযোগ শুনতেই রাজভবনে 'পিস রুম' চালু করেছিলেন বোস। পরবর্তী সময়ে আবার শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ জানানোর জন্য 'অ্যান্টি কোরাপশন রুম' চালু হয়েছে রাজভবনে। রাজ্যপাল গত বেশ কিছুদিন ধরে যেভাবে একের পর এক পদক্ষেপ করছেন, তা তাঁর এক্তিয়ার বহির্ভূত এবং সাংবিধানিক পরিকাঠামোর পরিপন্থী বলে একাধিকবার তাঁকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। ক'দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, বাংলার রাজ্যপাল পদে বোসের পূর্বসূরি জগদীপ ধনখড়ের সময়ে অনেক বিষয়ে বিতর্ক হয়েছে ঠিকই, কিন্তু তিনিও এরকম করতেন না। এই টানাপড়েনের মধ্যে এদিন রেলের অনুষ্ঠান মঞ্চ থেকে যেভাবে হিংসা ও দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যপাল, তাতে রীতিমতো ক্ষুব্ধ জোড়াফুল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বোসের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে বলেন, 'রাজ্যপাল বিজেপির এজেন্ট। সংবিধান বহির্ভূত কাজ করছেন উনি। আগে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অসত্য প্রমাণ করে দেখান। রাজ্যপাল হওয়ার পর ক'টা ফ্লাইটের টিকিট কেটেছেন? ওঁর কে কে বিমানযাত্রা করেছেন? সরকারের টাকা তছনছ করে কতবার উড়েছেন, আগে তার হিসেব দিন উনি।' তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া, 'কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যপালের বাংলা বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা করছি। বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে বাংলা যে অনেক ভালো, এ কথা উনি ভুলে যাচ্ছেন। ধনখড়ের মতো আরও কিছু পাওয়ার আশায় উনি হয়তো প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন।' তাৎপর্যপূর্ণ হলো, রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি এদিন বলেন, 'পিস ট্রেন চালানো হলে সবার আগে তো হরিয়ানায় চালু করা উচিত! শুধু বাংলায় কেন, দেশের সর্বত্র চালানো উচিত।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/3gMiR0G
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads