ভারতের রয়্যাল বেঙ্গলই মান রাখবে বাংলাদেশের https://ift.tt/bAQtWoq - MAS News bengali

ভারতের রয়্যাল বেঙ্গলই মান রাখবে বাংলাদেশের https://ift.tt/bAQtWoq

শিলাদিত্য সাহাসেঞ্চুরিতেই স্বপ্নপূরণ? নাকি আরও বাকি! ভবিষ্যতে হয়তো প্রতিবেশী বাংলাদেশেরও শ্রীবৃদ্ধি করবে ভারতীয় সুন্দরবনের বাঘ। ২০২২ বাঘশুমারির পূর্ণাঙ্গ রিপোর্টে এমনই আশার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। বাঘশুমারির কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ভারতের ভূখণ্ডে থাকা সুন্দরবনে এই মুহূর্তে বাঘের সংখ্যা অন্তত ১০১। আর সেগুলি ছড়িয়ে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ ও সংলগ্ন অঞ্চলের ১৮৯৫ বর্গ কিমি এলাকা জুড়ে। জঙ্গলের সমীকরণ বলছে, ২০১৮ সালে যেখানে সুন্দরবনের বাঘের ঘনত্ব (টাইগার ডেনসিটি) প্রতি ১০০ বর্গ কিমিতে ছিল ৩.৬, সেখানে ২০২২ শুমারিতে সেটা বেড়ে হয়েছে ৪.২৭। অর্থাৎ সামান্য হলেও বাঘ বেড়েছে বিভিন্ন এলাকায়। এ দিকে বিজ্ঞানীদের হিসাবে সুন্দরবনের ক্যারিং ক্যাপাসিটি (প্রতি ১০০ বর্গ কিমিতে বাঘের সর্বোচ্চ সংখ্যা) ৪.৬৮। ফলে অঙ্ক বলছে, ভারতের হাতে থাকা সুন্দরবনের জঙ্গল আর কয়েক বছরেই তার ধারণ ক্ষমতার শীর্ষে পৌঁছে যাবে। তার পর?সাঁতরে সীমান্ত পেরিয়ে বাঘ চলে যাবে বাংলাদেশের সুন্দরবনে! বাদাবনের বাঘ নিয়ে দীর্ঘদিন গবেষণা করা প্রবীণ বিজ্ঞানী যাদবেন্দ্রদেব ঝালা বলছেন, 'ভারতের হাতে সুন্দরবনের মাত্র ৪২% আছে। সেটা ওই ৪,২৬৬ কিমির মতো। কিন্তু বনকর্মীরা যে সেখানে সংরক্ষণের কাজ দুর্দান্ত ভাবে করছেন, বাঘশুমারির রিপোর্টই তার প্রমাণ। বাংলাদেশের হাতে যে ৫৮% সুন্দরবন রয়েছে, তা বাঘের আবাস হিসেবে পরিবেশগত ভাবে অনেক বেশি উপযুক্ত। অথচ সেখানে বাঘের চোরাশিকার অনেক বেশি। হরিণেরও শিকার হয় প্রচুর। ফলে ভারতের থেকে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ।'পদ্মাপারের সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও সরণখোলা ব্লকে ২০১৮ সালের করা শেষ বাঘশুমারির তথ্য বলছে, ভারতের থেকে ১৬% বেশি জঙ্গল থাকলেও সেখানে বাঘ আছে ১১৪টি। ভারতের থেকে ১৩টি বেশি। বাংলাদেশের সুন্দরবনে টাইগার ডেনসিটি মাত্র ২.৫, যা ভারতের থেকে অনেক কম।তবে বাংলাদেশের এই পিছিয়ে থাকা পরিস্থিতি পাল্টে যেতে পারে আগামী কয়েক বছরেই। ঝালার ব্যাখ্যা, 'ভারতীয় সুন্দরবনে বাঘ যখনই ক্যারিং ক্যাপাসিটি ছুঁয়ে ফেলবে, তখনই তারা নতুন ঘর খুঁজতে শুরু করবে। আর সেটা বাংলাদেশের সুন্দরবনে হওয়াটাই স্বাভাবিক।' কেন এমন মনে করছেন বিজ্ঞানী? বাঘশুমারির কেন্দ্রীয় রিপোর্ট বলছে, সজনেখালি ও বসিরহাট রেঞ্জ-সহ সুন্দরবনের পশ্চিম ও উত্তর দিক জনবসতিতে ঘেরা, দক্ষিণের অনেকাংশে বঙ্গোপসাগর। ফলে বাদাবনের বেঙ্গল টাইগারের কাছে ভবিষ্যতে নতুন আবাস খোঁজার একমাত্র দিক রইল পূর্ব, যা বাংলাদেশের প্রান্তের সুন্দরবন। আর সেখানে যাওয়ার উপায়, বসিরহাট রেঞ্জের উত্তরভাগে থাকা ৪০০ মিটারের কম দৈর্ঘের নদী-খাঁড়ি সাঁতরে পার করা।অথচ বাংলাদেশের সুন্দরবন ভারতের বাদাবনের মতো নিরাপদ নয়। সে কথা মাথায় রেখেই ভারতীয় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যত দ্রুত সম্ভব দু'দেশের মধ্যে 'ট্রান্স বাউন্ডারি কো-অপারেশন' এবং তথ্যের আদানপ্রদান শুরু হওয়া দরকার। ভারত ও বাংলাদেশের সুন্দরবনে এমন জায়গাও খোঁজা দরকার, যেখানে বাঘের যাতায়াত খুবই কম। দরকারে সেখানে এমন জায়গা থেকে বাঘ 'রিলোকেট' করা যেতে পারে, যেখানে তাদের সংখ্যা প্রচুর। প্রয়োজনে প্রে-বেসও ছড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই সামগ্রিক সুন্দরবন বায়োস্ফিয়ারের বাস্তুতন্ত্র রক্ষায় দু'দেশের বিভিন্ন মন্ত্রক মিলে 'পিস পার্ক' গড়ার উদ্যোগে অনেকটাই এগিয়েছে। কিন্তু ভবিষ্যতে ভারতের বাদাবনের বাঘ সুন্দরবনে বসতি গড়লে তাদের উপযুক্ত নিরাপত্তা দেওয়া যাবে কি না, এমন নির্দিষ্ট আলোচনা এখনও সামনে আসেনি।সুন্দরবন নিয়ে দু'দেশের কথা অবশ্য থমকে নেই। সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর অজয়কুমার দাসের কথায়, 'এ বছরই আমরা বাংলাদেশের সুন্দরবনের অফিসারদের সঙ্গে ট্রান্স বাউন্ডারি মিটিং করেছি। তাঁরা এখানে এসে আমাদের প্রোটেকশন মডিউল দেখেছেন, আমাদের মতো নাইলন ফেন্সিং বসানোর পরিকল্পনা করছেন। মধু সংগ্রহের সময়েও ওঁরা ওপার থেকে চোরাপথে আসা মউলিদের গ্রেপ্তার করেছেন। আর বাংলার সুন্দরবনে বাঘ সংরক্ষণে সাফল্য শুধু বনকর্মীদের তো নয়, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টেরও।' দীর্ঘদিন বাঘ সংরক্ষণের কাজে যুক্ত জয়দীপ কুণ্ডুর মন্তব্য, 'সুন্দরবনের মতো ইউনিক ল্যান্ডস্কেপে আমরা যে কনজারভেশন প্রোটোকল মেনে চলি, সেটা বাংলাদেশের জন্য শিক্ষণীয়। তাঁরা যত ট্রান্স বাউন্ডারি কো-অপারেশনে যুক্ত হবেন, বাদাবনের বাঘের সুরক্ষাও তত বাড়বে।'তাই শুধু সেঞ্চুরিতেই খুশি নয় এদেশের সুন্দরবন। এপার বাংলার বাঘে নিশ্চিন্তে ভরে উঠুক ওপার বাংলার জঙ্গল, ভবিষ্যতে এমনটাই দেখতে চান বনাধিকারিকরা।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/PYjzuIS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads