আরবে এবার IIT ক্যাম্পাস, আবু ধাবিতে মোদী পৌঁছতেই মিলল সুখবর https://ift.tt/jVJqhkz - MAS News bengali

আরবে এবার IIT ক্যাম্পাস, আবু ধাবিতে মোদী পৌঁছতেই মিলল সুখবর https://ift.tt/jVJqhkz

আবু ধাবি: দু'দিনের ফ্রান্স সফর সেরে শনিবারই সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র কয়েক ঘণ্টার সফর, তার মধ্যেই স্বাক্ষরিত হলো দু'দেশের একাধিক চুক্তি, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।দু'দেশ নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য চালানোর ব্যাপারে মউ স্বাক্ষর করেছে। শিক্ষা ক্ষেত্রে যোগসূত্র বাড়াতে আবু ধাবিতে একটি ক্যাম্পাস খোলার কথা ঘোষণা করেছে আইআইটি দিল্লি। দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান, যারা বিদেশের মাটিতে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিল। গত সপ্তাহে আইআইটি মাদ্রাজ মউ স্বাক্ষর করেছে তানজ়ানিয়ার জাঞ্জিবারে ক্যাম্পাস খোলার ব্যাপারে।শনিবার ইউএই-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহানের সঙ্গে বৈঠক করেন মোদী, তার পরেই যৌথ বিবৃতিতে এই চুক্তির ঘোষণা করা হয়। মোদীকে নিজের বাসভবনে সাদর অভ্যর্থনা জানান নাহান। মোদীর সম্মানে দুবাইয়ে অবস্থিত বিশ্বের দীর্ঘতম বিল্ডিং বুর্জ খলিফাকে ভারতীয় পতাকার মতো করে আলোকসজ্জায় সাজানো হয়েছিল। সেখানে আলোকসজ্জায় মোদীর ছবিও ফুটে ওঠে। ইউএই প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ মোদী বলেন, 'দু'দেশের সম্পর্ক বিস্তারে আপনার অবদান অনস্বীকার্য। ভারতের প্রতিটি মানুষ আপনাকে সত্যিকারের বন্ধু বলে ভাবে।'দু'দেশের বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় মুদ্রার ব্যবহার এবং ফাস্ট পেমেন্ট সিস্টেমের লিঙ্কিং নিয়ে আশাবাদী মোদী বলেন, 'এর ফলে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক লেনদেনও অনেক সহজ হবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/CvSOnmH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads