প্রেসিডেন্টকে পাঠানো পার্সেলে রক্তমাখা ওটা কী? বাক্স খুলে শিউরে উঠল সকলে! https://ift.tt/faioDzu - MAS News bengali

প্রেসিডেন্টকে পাঠানো পার্সেলে রক্তমাখা ওটা কী? বাক্স খুলে শিউরে উঠল সকলে! https://ift.tt/faioDzu

প্যারিস: কোনও কোনও অপহরণে এমনটা দেখা যায়। বিশেষ করে থ্রিলার ছবি বা ওয়েব সিরিজ়ের অপহরণে তো বটেই। অপহৃতের একটা আঙুল কেটে পার্সেলে করে পাঠানো হচ্ছে তাঁর বাড়ির লোকজন কিংবা পুলিশকে। এর মাধ্যমে থাকে প্রচ্ছন্ন হুমকি- আপাতত একটা আঙুল কাটা হলো, অপহরণকারীদের দাবি না-মানলে মুন্ডু কেটে নেওয়া হবে অপহৃতের।কিন্তু খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁর নামে, তাঁর সরকারি বাসভবন 'এলিসি প্যালেসে' পাঠানো পার্সেলে এল কাটা আঙুল! ঠিকঠাক বললে, একটা আঙুলের ডগা। যেখানে পুলিশ নিজেদের জলখাবার রাখে, সেখানে। গত সোমবার, ১০ জুলাইয়ের ঘটনা। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ছবির দেশে, কবিতার দেশে। ওই ঘটনায় এক জন নির্বাচিত প্রতিনিধিকে অপরাধমূলক হুমকি দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।কিছু দিন আগেই পুলিশের গুলিতে এক কিশোরের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে আগুন জ্বলেছে। এখন প্যারিস ও আশপাশের তল্লাট শান্ত, তবে তার মধ্যে এমন উদ্ভট ও ভয়ঙ্কর ঘটনা চমকে দিয়েছে পুলিশ-প্রশাসনকে।এলিসি প্লেসের এক আধিকারিক বলছেন, 'সংরক্ষণ করা ও যত শিগ্‌গিরি সম্ভব পরীক্ষা করতে পাঠানোর জন্য কাটা আঙুলটা পুলিশদের জলখাবারের রেফ্রিজারেটরে রাখা হয়েছিল। প্রেসিডেন্টকে কেন এমন কাটা আঙুল পাঠানো হলো, সেটা এখনও স্পষ্ট নয়।'ফরাসি সরকার সূত্রের খবর, পরীক্ষায় প্রমাণিত যে, ওই আঙুল কাটা হয়েছে জীবন্ত মানুষের হাত থেকেই। তাঁর সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছে এবং তাঁর শুশ্রূষার যাবতীয় ব্যবস্থাও করা হয়েছে। আবার অন্য একটি সূত্রে বলা হচ্ছে, আঙুল যাঁর, তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/2JaWwMf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads