রবিবারে কমল চিকেনের দাম, আজ বাজারে রেট কত? https://ift.tt/xOShrnR - MAS News bengali

রবিবারে কমল চিকেনের দাম, আজ বাজারে রেট কত? https://ift.tt/xOShrnR

শহর কলকাতায় মাংসের দাম নিয়ে সুখবর। দাম কমল চিকেনের। গত কয়েক মাসে সর্বপ্রথম কোনও রবিবারে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কলকাতা-সহ সংলগ্ন শহরতলিতে এদিন চিকেন বিক্রি হচ্ছে 200-210 টাকা কেজিতে। এতদিন এই দাম ছিল 220- 240 টাকা কেজির আশেপাশে। ফলে প্রতি কেজিতে দাম যে 20 টাকা করে কমেছ তা বলাই বাহুল্য। তবে শহরতলি পেরিয়ে মফস্বলের বাজারে তাকালে দেখা যাচ্ছে 190 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে চিকেন।চিকেনের দাম কমলেও মাটনের রেট কিন্তু নামেনি। তবে চড়া দরেই বিক্রি হচ্ছে মাটন। প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে 750 -800 টাকা কেজি দরে। তা সত্ত্বেও সকাল থেকে মাটনের দোকানে রয়েছে লম্বা লাইন। রবিবার খাঁসি ছাড়া চলে নাকি!অন্যদিকে মাছের বাজারে দেখা মিলছে ইলিশের। প্রচুর পরিমাণে ছোট ইলিশে ছেয়েছে বাজার। 300- 350 গ্রাম ইলিশ মাছের দাম রয়েছে 400- 500 টাকা কেজি। তার চেয়ে একটু বড়, অর্থাৎ 500-600 গ্রাম ওজনের ইলিশের ওজন রয়েছে 900- 1000 টাকা কেজি। তার চেয়ে বড় ইলিশ সব বাজারে দেখা যাচ্ছে না। কিছু বাজারে এক কেজি ওজনের ইলিশ থাকলেও তার দাম প্রায় 1600- 1800 টাকার কাছাকাছি। অন্য মাছের ক্ষেত্রে রুই মাছের দাম রয়েছে প্রতি কেজিতে 200 টাকা। কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 400 টাকা। চিংড়ি মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে দাম রয়েছে 300 টাকা। বাগদা চিংড়িতে প্রতি কেজিতে দাম রয়েছে 450 টাকা। গলদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে 700 টাকা। পারসে মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 400 টাকা। ট্যাংরা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 400 টাকা।তবে সস্তার মাছও রয়েছে। কেজি প্রতি তেলাপিয়ার দাম রয়েছে 200-250 টাকা। লোটে মাছের প্রতি কেজির দাম 120 টাকা। পাবদা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 300 টাকা।আবার বাজারে দাম কমেছে সবজির। তবে টমেটোর দাম এখনও চড়া। কাঁচালঙ্কার দাম কিছুটা কমলেও তা একেবারে স্বস্তি দিচ্ছে না আমজনতাকে। বাজারে টমেটোর প্রতি কেজিতে দাম রয়েছে 150 টাকা। কাঁচা লঙ্কার প্রতি কেজিতে দাম রয়েছে 150 টাকা। এছাড়া, আলুর প্রতি কেজিতে দাম রয়েছে 20 টাকা। চন্দ্রমুখী আলুর প্রতি কেজিতে দাম রয়েছে 22 টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে 60-70 টাকা। ঢ্যাঁড়শেরও প্রতি কেজিতে দাম রয়েছে 70 টাকা।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/Efq4wiz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads