সাড়ে ১১ হাজার বছর পর নিজের তৈরি ভূতাত্ত্বিক যুগে পা বিশ্ববাসীর! https://ift.tt/vtXFDyk - MAS News bengali

সাড়ে ১১ হাজার বছর পর নিজের তৈরি ভূতাত্ত্বিক যুগে পা বিশ্ববাসীর! https://ift.tt/vtXFDyk

ভূপৃষ্ঠ, বায়ুমণ্ডল থেকে জীবজগৎ। একুশ শতকে আমূল বদলে গিয়েছে পৃথিবী। যার জেরে শুরু হয়েছে নতুন ভূতাত্ত্বিক যুগ। এর নামকরণও করে ফেলেছেন নৃতত্ত্ববিদরা। আর তাঁদের এহেন দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে বিশ্বের বিবর্তনের গবেষণা। চলতি মাসে নৃতাত্ত্বিকদের সংগঠন অ্যানথ্রোপোসিন ওয়ার্কিং গ্রুপের (AWG) তরফে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেখানেই নতুন ভূতাত্ত্বিক যুগের প্রসঙ্গ তোলেন বিজ্ঞানীদের একাংশ। তাঁরা একে উল্লেখ করেছেন গবেষকদের অনুমান, প্রায় ৭০ বছর আগে ১৯৫০-এ এই যুগের সূচনা হয়।উল্লেখ্য, এই সিদ্ধান্তে পৌঁছতে কানাডার অন্টারিও প্রদেশের ক্রফোর্ড হ্রদের পলি বিশ্লেষণ করেন ভূ ও নৃতাত্ত্বিক বিজ্ঞানীদের টিম। হ্রদটির গভীরতা বেশি হওয়ায় এর তলদেশে পলিমাটিতে জমে থাকা প্রমাণগুলি নষ্ট হয়নি। গবেষকদের দাবি, অ্যানথ্রোপোসিনকে পুরোপুরি মানুষের হাতে গড়া যুগ বলা যেতে পারে। কানাডার ক্রফোর্ড হ্রদ ছাড়া আরও ১১টি জায়গাতেও এই নিয়ে গবেষণা চালানো হয়েছে। মূলত পলির স্তর বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। এছাড়াও প্রবাল ও বরফের নমুনা পরীক্ষা করা হয়েছে।এই প্রসঙ্গে AWG-র চেয়ারপার্সন তথা ব্রিটেনের লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলিন ওয়াটারস বলেন, "১৯৫০-র দশকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় জমা হয়েছে প্লুটোনিয়াম। সেগুলি থেকেই অ্যানথ্রোপোসিন যুগের সূচনার স্পষ্ট প্রমাণ মেলে। পাশাপাশি, সারের অত্যাধিক প্রয়োগের ফলে বদলেছে জমির চরিত্র। জীবাশ্ম জ্বালানি ব্যবহার জীব বৈচিত্রে প্রভাব ফেলেছে। এগুলিই নতুন যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে।" প্রসঙ্গত, তুষার যুগ বা Ice Age শেষ হওয়ার পর আসে হলোসিন ভূতাত্ত্বিক যুগ। প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে সেই যুগের সূচনা হয়েছিল। ওয়াটারস জানিয়েছেন, "হলসিন যুগের সঙ্গে আজকের মানুষের কোনও মিলই পাওয়া যাবে না। তা সেটা শারীরিক গঠন হোক, জিনগত কাঠামো বা বুদ্ধিমত্তা। আমরা আর হলোসিন যুগে ফিরে যেতে পারি না।"আলোচনা চক্রে ঠিক হওয়া নয়া যুগের নামকরণের প্রস্তাব আন্তর্জাতিকমণ্ডলীর কাছে পাঠিয়েছে AWG-এ। এই সংক্রান্ত গবেষণাপত্রগুলিও পাঠানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নৃতাত্ত্বিক যুগ এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘে আলোচনার সম্ভাবনা রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/WeuxqNQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads