বর্ধমানে সিগনাল বিভ্রাট! বিঘ্নিত ট্রেন চলাচল, মাঝপথে দাঁড়িয়ে বন্দেভারত https://ift.tt/GtUwNmK - MAS News bengali

বর্ধমানে সিগনাল বিভ্রাট! বিঘ্নিত ট্রেন চলাচল, মাঝপথে দাঁড়িয়ে বন্দেভারত https://ift.tt/GtUwNmK

বর্ধমান স্টেশনে সিগনাল বিভ্রাট। পয়েন্টে সমস্যা হওয়ায় সিগনাল দেওয়া যাচ্ছে না। যার জেরে আপ ও ডাউন শাখার ট্রেন চলাচল ব্যাহত। সিগনালে সমস্যা হওয়ায় ওপিটি দিয়ে চালান হচ্ছে ট্রেন। ফলে ধীর গতিতে ট্রেন চলছে। বর্ধমান কারশেডের কাছে সিগনাল বিকল হয়েছে বলে রেল সূত্রে খবর। আপ সেকশনে সমস্যা মিটলেও এখনও ডাউন সেকশনে সমস্যা রয়েছে। ফলে ডাউন সেকশনে ধীরগতিতে চলছে ট্রেন।জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট নাগাদ সমস্যা শুরু হয়। পয়েন্টে সমস্যা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রেল। আপ সেকশনে সমস্যা মিটলেও এখনও ডাউন সেকশনে সমস্যা রয়ে গিয়েছে। যার জেরে ডাউন সেকশনে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। ডাউন বন্দেভারত দাঁড়িয়ে রয়েছে খানা জংশনে। ডাউন লাইনে ধীরগতিতে চলছে ট্রেন। ধীরে ট্রেন চলছে আপ লাইনেও।ট্রেনে হয়রানি প্রায়শই ঘটছেপ্রসঙ্গত, ট্রেন যাত্রায় ভোগান্তি বর্তমানে প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে গিয়েছে। কখনও অবরোধ, কখনও বা লাইনের কাজ, কখনও আবার যান্ত্রিক গোলযোগ। কিছুদিন আগে ঝাড়খণ্ড বনধের ডাক দেয় আদিবাসী সংগঠন অলচিকি হুলবাসী। আর সেই বনধের ব্যাপক প্রভাব পড়ে দক্ষিণ পূর্ব শাখার খড়গপুর ডিভিশনে। বেশকিছু ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হয় দক্ষিণ-পূর্ব রেলের তরফে। ঘটনায় সপ্তাহের কাজের দিনে ব্যাপক হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীরা। তার আগে গত এপ্রিল মাসে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে রেল রোকো আন্দোলনে নামতে দেখা যায় আদিবাসী কুড়মি সমাজকে। সেই সময় পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে চলে ব্যাপক অবরোধ। বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে আন্দোলনে নেমেছিল কুড়মি সমাজ। কুড়মিদের অভিযোগ ছিল, বারংবার রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি পূরণ করা হচ্ছে না। আর তার জেরেই বাধ্য হয়ে আন্দোলন নেমেছেন তাঁরা। আর কুড়মিদের সেই আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে পড়ে দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচল। হয়রানির শিকার হতে হয় হাজার হাজার যাত্রীকে। এখানেই শেষ নয়, শিয়ালদা ও হওড়া শাখাতেও প্রায়শই রেলের কাজের জন্য বাতিল করা হয় ট্রেন। ছুটির দিনের পাশাপাশি সপ্তাহের কাজের দিনেও ট্রেন বাতিল করতে দেখা যায় রেলকে। যার জেরে গন্তব্যে পৌঁছতে ব্যাপক হয়রানির শিকার হন সাধারণ মানুষ। ভিড় ট্রেনে বাদুরঝোলা হয়ে ফিরতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে যায়।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/iPUnJa8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads