উইম্বলডনের নয়া বাদশা আলকারেজ, 'জোকার'কে উড়িয়ে গ্র্যান্ড স্লাম জয় https://ift.tt/qkjQ10c - MAS News bengali

উইম্বলডনের নয়া বাদশা আলকারেজ, 'জোকার'কে উড়িয়ে গ্র্যান্ড স্লাম জয় https://ift.tt/qkjQ10c

২০২৩ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস খেতাব জয় করলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ। রবিবার (১৬ জুলাই) লন্ডনে আয়োজিত এই ম্যাচে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচকে ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাস্ত করেন। এই দুই খেলোয়াড়ের মধ্যে প্রায় ৪ ঘণ্টা ৪২ মিনিট ধরে ম্যাচ চলে। ১৯ বছর বয়সি এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয় করলেন। ইতিপূর্বে গত বছর আলকারেজ নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে ইউএস ওপেন জয় করেছিলেন। অন্যদিকে নোভাক জোকেভিচের ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন একেবারে চুরমার হয়ে যায়। তিনি যদি এই ফাইনাল ম্যাচটা জিততে পারতেন, তাহলে পুরুষদের সিঙ্গলসে সবথেকে বেশি খেতাব জয়ের দৌড়ে তিনি রজার ফেডেরারের রেকর্ড স্পর্শ করতে পারবেন। প্রসঙ্গত, ফেডেরার এখনও পর্যন্ত আটবার উইম্বলডন খেতাব জয় করেছেন। এই ম্যাচের প্রথম সেটে জোকোভিচের দাপট দেখতে পাওয়া যায়। তিনি এই স্প্যানিশ টেনিস তারকাকে একটাই মাত্র গেম জেতার সুযোগ দিয়েছিলেন। এরপর দ্বিতীয় সেটে আলকারেজ দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং সেটকে ট্রাইব্রেকার পর্যন্ত নিয়ে যান। ট্রাইব্রেকারে নোভাকের ভুল সিদ্ধান্তের ফায়দা তুলে ম্যাচটাকে ১-১ সমতায় ফিরিয়ে আনেন। এরপর আলকারেজ তৃতীয় সেটটা ৬-১ ব্যবধানে জিতে নেন। নোভাকও সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি চতুর্থ সেট জিতে এই ম্যাচটা ২-২ ব্যবধানে সমতায় ফিরিয়ে আনেন। সঙ্গে টিকে থাকেন লড়াইয়েও। এরপর পঞ্চম তথা শেষ সেটের তৃতীয় গেলে আলকারেড জোকোভিচের সার্ভিস ব্রেক করে। আর এটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে কার্লোস আলকারেজ টুর্নামেন্টের তৃতীয় বাছাই দানিল মেদভেদেভকে পরাস্ত করেছিলেন। আলকারেজ মেদভেদেভকে ৬-৩, ৬-৩ এবং ৬-৩ ব্যবধানে পরাস্ত করেন। অন্যদিকে সেমিতে ইটালির অষ্টম বাছাই ইয়ানিক সিনরকে পরাস্ত করেছিলেন। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/qP19JSt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads