গণনা কেন্দ্রের পাশের পুকুর থেকে উদ্ধার ব্যালট পেপার, হইচই বাদুরিয়ায় https://ift.tt/TMwfS4o - MAS News bengali

গণনা কেন্দ্রের পাশের পুকুর থেকে উদ্ধার ব্যালট পেপার, হইচই বাদুরিয়ায় https://ift.tt/TMwfS4o

পঞ্চায়েত ভোট পর্বের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও থামছে না বৈধ ব্যালট পেপার উদ্ধার। একই দিনে নদিয়া মুর্শিদাবাদের পর এবার জেলা থেকে এবার ৫০০-র বেশি বৈধ হল। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুরিয়া এলাকায়। বাদুড়িয়ার পঞ্চায়েত ভোটের কাউন্টিং সেন্টার দিলীপ মেমোরিয়াল স্কুলের পিছনে পড়ে ছিল কংগ্রেসের ভোট দেওয়া অসংখ্য ব্যালট পেপার। ৫০০-র বেশি ব্যালট পেপার পড়ে ছিল সেখানে, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। ব্যালট পেপার গুলি জগন্নাথপুর পঞ্চায়েতের ২৩ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী আয়েশা বিবির বলে জানা যায়। খবর পেয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্যালট পেপার গুলি উদ্ধার করেন। । এবং এই ভাবেই হারানো হয়েছে কংগ্রেস প্রার্থী আয়েশা বিবিকে। কংগ্রেস কর্মী নজরুল মোল্লা নিজের ক্ষোভ ব্যক্ত করে বলেন, 'ব্যালট পেপারগুলি আমরা মঙ্গলবার গণনা কেন্দ্রের পাঁচিলের পিছনের পরিত্যক্ত জায়গা থেকে পাই। ওই ব্যালট গুলি বাইরে ফেলে দিয়ে ২৩ নম্বর পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রার্থী আয়েশা বিবিকে খুব কম ভোটে হারিয়ে দিয়েছে তৃণমূল। গণনার দিন আমরা এর প্রতিবাদ করেছিলাম। কারণ যতগুলি ব্যালট পেপার থাকার কথা তা ছিল না। ৫০০ টির মতো ব্যালট পেপার কম পাওয়া গিয়েছিল। তখন বলা হয়েছিল সেগুলি অন্য বাক্সে চলে গিয়েছিল। এই কথা এজেন্ট বারবার বলা সত্বেও তাঁকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।' । এর এতদিন পর কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট উদ্ধারে আর বুঝতে বাকি থাকে না যে ব্যালট লুঠ করেই তৃণমূল জয় সুনিশ্চিৎ করেছে।' এই ব্যালট পেপারগুলি নিয়ে ওই প্রার্থী এবং কংগ্রেস কর্মীরা এদিন বাদুরিয়া BDO অফিসে যান। সেখানে BDO-র সঙ্গে কথা বলেন এবং ব্যালট পেপার গুলো তার কাছে জমা দেন বলে জানা যায়। ভোট গণনার দিন প্রশাসনের গাফিলতিতে ও তৃণমূলের সঙ্গে স্থানীয় ব্লক প্রশাসনের একাংশের আঁতাতের জেরে পরিকল্পিতভাবে ব্যালট পেপার গুলি পুকুরের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/Bh4v8AP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads