Bengali News
Bengali News Today
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/a6IlZ19
আমাদের ৩৮! শরিকদের সঙ্গে বৈঠকের আগে হুঙ্কার নাড্ডার https://ift.tt/AojqQzn
এই সময়, নয়াদিল্লি: বেঙ্গালুরুর পাল্টা দিল্লি! ২৬-এর পাল্টা কি ৩৮? দিল্লি থেকে বেঙ্গালুরুর দূরত্ব ২২০০ কিলোমিটার। ২০২৪-এর আগে রণকৌশল ঠিক করতে সোমবার থেকে বিজেপি বিরোধী দলগুলি দু'দিনের বৈঠকে বসেছে বেঙ্গালুরুতে। আজ, মঙ্গলবার হবে মূল বৈঠক। আবার '২৪-এ প্রত্যাবর্তনের পন্থা খুঁজতে দিল্লিতে বৈঠক করবেন এনডিএ-র শরিক দলের প্রতিনিধিরা। পাটনার পরে বেঙ্গালুরুতে বিরোধীরা একজোট হওয়ায় বিজেপি ভয় পেয়েছে বলে বিরোধী দলগুলি বারবার কটাক্ষ ছুড়ে দিয়েছে। এরমধ্যেই এদিন বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, এনডিএ-র শরিক দলগুলির বৈঠকে যোগ দেবে ৩৮টি দল। তা নিয়েও অবশ্য বিরোধীরা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের টুইট, 'বেঙ্গালুরু বৈঠকে রাজনৈতিক দলগুলি যে একটা ন্যারেটিভ তৈরি করছে, সেটা পরিষ্কার। সেজন্যই বিজেপি রিঅ্যাক্ট করছে। ১৮ জুনই '৩০ দলের' বৈঠক ডাকা হয়েছে।' এরপর শ্লেষের সুরে তিনি পরিসংখ্যান দিয়ে প্রশ্ন তুলেছেন, এনডিএ শরিক বলে যে দলগুলির কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে নাকি বড় সংখ্যা রয়েছে? আটটি দলের সাংসদ সংখ্যা শূন্য, ন'টি দলের একজন করে এবং তিনটি দলের দু'জন করে সাংসদ রয়েছেন। রাজনৈতিক চাপানউতোর যাই চলুক না-কেন, একই দিনে কেন্দ্রের শাসক ও বিরোধী--দুই শিবিরের এই মহাবৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাতে সন্দেহ নেই। সোমবার সাংবাদিক বৈঠকে নাড্ডার দাবি, 'দেশের আমজনতা বুঝে গিয়েছে, বিরোধীদের এই জোট আসলে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতি ঢাকার চেষ্টার জোট৷ এদের না আছে নীতি, না আছে আদর্শ৷ আমাদের নীতি স্পষ্ট--সব কা সাথ, সব কা বিকাশ৷' সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জোট শরিকরা বিরোধীদের টেক্কা দেওয়ার পথ খুঁজবেন আজকের বৈঠকে। তবে তার আগে এনডিএ শিবিরেও যে সবকিছু মসৃণ রয়েছে, এমনটা নয়। আজকের বৈঠকে ৩৮টি দল হাজির থাকবে বলে দাবি করলেও গেরুয়া শিবিরের নেতাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং পাঞ্জাবের শিরোমণি অকালি দলকে পাশে পাওয়া৷ এনডিএ-র প্রাক্তন শরিক এই দুই দল শেষমেশ জোটে সামিল না হলে গোটা বিষয়টি বিজেপি তথা এনডিএ জোটের গলায় অস্বস্তির কাঁটার মতোই খোঁচা দেবে, এটা বুঝতে পারছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডারা৷ আবার এনডিএ-র শরিক লোক জনশক্তি পার্টির মধ্যেও রয়েছে ধোঁয়াশা। এর আগে রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাঁর কাকা পশুপতি পরস আবার এনডিএ-র সঙ্গে ছিলেন। এদিন শাহের সঙ্গে দেখা করার পরে চিরাগের এনডিএ-তে যোগদানের কথা জানিয়েছেন নাড্ডা। তবে কোন অঙ্কে তিনি শেষমেশ বিজেপির নেতৃত্বাধীন জোটে গেলেন, সেই অঙ্কই শেষ পর্যন্ত মোদী-শাহ-নাড্ডাদের গলার কাঁটা হবে কি না, তা এদিন পর্যন্ত পরিষ্কার নয়। বিজেপি অবশ্য চিরাগ ও পরস শিবিরের মধ্যে ফাঁক বোজাতে মরিয়া। আজ এনডিএ জোট শরিকদের এই বৈঠক হবে নয়াদিল্লির অশোকা হোটেলে। সেখানে '২৪-এর গণ্ডি টপকানোর কৌশল হিসাবে কী কী পদক্ষেপ করা হবে আগামী দিনে, তা নিয়ে চর্চা হবে শরিকদের মধ্যে। পুরোনো শরিকদের জোটে ধরে রাখার পাশাপাশি নতুন কয়েকটি দলকে পাশে পাওয়ারও লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি৷ তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। এদিন বেঙ্গালুরুতে সনিয়া গান্ধীর বিরোধী শিবিরের প্রতিনিধিদের জন্য আয়োজিত নৈশভোজ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। এর পাল্টা দিয়ে হিসাবে কাল এনডিএ জোটের শরিকদের জন্যও বিশেষ নৈশভোজের ব্যবস্থা করেছে বিজেপি৷ দলীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রী-সহ সরকারের শীর্ষ স্তরের মন্ত্রীদের উপস্থিতিতে এই নৈশভোজও হবে চোখে পড়ার মতো৷গেরুয়া শিবির সূত্রের খবর, হিমাচল প্রদেশ, কর্নাটকের মত দু'টি বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপি ধরাশায়ী হয়েছে তারপরে প্রতিষ্ঠান বিরোধী ভোটের প্রভাব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মনে আর কোনও সন্দেহ নেই৷ এই মর্মে বিরোধী অধ্যুষিত দক্ষিণ ভারত, পূর্ব ভারত নিয়ে রীতিমতো চিন্তায় বিজেপি৷ এর উপরে থাকছে চলতি বছরের শেষে নির্ধারিত চারটি বড় রাজ্যের বিধানসভা ভোটের প্রসঙ্গও৷ ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানার মধ্যে একমাত্র মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আছে৷ সেখানে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি বাকি তিনটি রাজ্যেও যথাসম্ভব বেশি সিট বের করার রণকৌশলও শরিকদের উপস্থিতিতে আজকের বৈঠকে আলোচিত হতে পারে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১৬০টি দুর্বল সাংগঠনিক ভিত্তি সম্পন্ন লোকসভা আসনের কথাও মাথায় রয়েছে মোদী-শাহদের৷ এই আসনগুলিতে কীভাবে বিরোধীদের প্রতিহত করা হবে, তার উপায় খোঁজাও বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ৷ এই আবহে বিজেপি বিরোধিতায় বিরোধী শিবিরকে যত বেশি জোটবদ্ধ মনে হচ্ছে, ততই চাপ বাড়ছে বিজেপি তথা এনডিএ জোটের উপরে৷ সব দিক বিচার করে মঙ্গলবার মোদী কীভাবে বিজেপির জোটসঙ্গীদের সামনে আগামীর রূপরেখা তুলে ধরেন--সেদিকেই এখন তাকিয়ে এনডিএ-র শরিকরা৷জেপি নাড্ডা: উন্নয়নের অ্যাজেন্ডার প্রতি সাধারণ মানুষের প্রবল আকাঙ্খার কারণেই এনডিএ আরও প্রসারিত হচ্ছে। গত ন'বছরে মোদীজীর নেতৃত্বে সুশাসন চলেছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/a6IlZ19
Previous article
Next article
Leave Comments
Post a Comment