১৫০-র পথে যশস্বী, সেঞ্চুরি রোহিতের! ইতিহাস লিখলেন বিরাট https://ift.tt/oP2z38R - MAS News bengali

১৫০-র পথে যশস্বী, সেঞ্চুরি রোহিতের! ইতিহাস লিখলেন বিরাট https://ift.tt/oP2z38R

শেষ হল ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট শিবিরে জোড়া শতরান দেখতে পাওয়া গেল। ১০৩ রান করে আউট হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দলের তরুণ ওপেনার ১৪৩ রান করে অপরাজিত থাকলেন। তবে এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কেরিয়ারের এক নয়া মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক টেস্ট ক্রিকেটে ৮,৫০০ রান পূরণ করলেন। দ্বিতীয় দিনের শেষে তিনিও ৩৬ রানে থাকলেন নট আউট। এই একই দিনে অবশ্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক টেস্ট ফরম্যাটে ৩,৫০০ রান পূরণ করেছেন। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩১২/২। রোহিত অ্যান্ড কোম্পানি ওয়েস্ট ইন্ডিজের থেকে ১৬২ রানে এগিয়ে রয়েছে। ডমিনিকা টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মেন্টর ব্রায়ান লারা আত্মবিশ্বাসী ছিলেন যে তাঁর দল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে যোগ্য লড়াই করতে পারবে। কিন্তু, ম্যাচের প্রথম দিন থেকে একেবারে উলটো ছবিটাই দেখতে পাওয়া গেল। ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ান ক্রিকেট দল কার্যত ফুৎকারে উড়ে গিয়েছে। এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, তাঁদের সেই সিদ্ধান্ত একেবারে ব্যুমেরাং হয়ে যায়। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় গোটা দল। এরপর ব্যাট করতে নামে ভারত। এই ম্যাচের ওপেনিং স্লটে সামান্য পরিবর্তন করা হয়েছিল। সেকারণেই শুভমান গিলকে তিন নম্বরে পাঠিয়ে যশস্বী জয়সওয়ালকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হয়। বুধবার ৪০ রানে অপরাজিত থাকলেও ম্যাচের দ্বিতীয় দিন কার্যত জ্বলে উঠলেন তিনি। ২১৫ বলে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসটি ১১টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। টিম ইন্ডিয়ার দশম ব্যাটার হিসেবে অভিষেক টেস্ট ম্যাচে শতরান করলেন তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনিও ২২০ বলে নিজের সেঞ্চুরি করে ফেললেন। প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা দশম শতরানটি করেছেন। পাশাপাশি এই দুই ব্যাটারের মধ্যে ২২৯ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ওঠে। অন্যদিকে নিজের ব্যাটিং স্লট পরিবর্তন করে ব্যর্থ হলেন ভারতের অপর তরুণ তুর্কি শুভমান গিল। ১০৩ রানে রোহিত শর্মা আউট হয়ে ফিরে যাওয়ার পর তিনি ব্যাট করতে নেমেছিলেন। যেহেতু উইকেটের গতি একেবারেই শ্লথ হয়ে গিয়েছিল, সেকারণেই তাঁকে আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। কিন্তু, শুভমান সময়ের অঙ্ক কষতে কিছুটা ভুল করে ফেলেন। আর সেইসঙ্গে মাত্র ৬ রান করে তিনি ওয়ারিকানের বলে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। পরপর ২ উইকেট পড়ে গেলেও টিম ইন্ডিয়াকে বেশ খোশমেজাজেই দেখতে পাওয়া যায়। কারণ এরপর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। দিনের শেষে ৯৬ বলে তিনি ৩৬ রান করেছেন। হাঁকিয়েছেন মাত্র একটি বাউন্ডারি। তিনিও যে বড় রানের লক্ষ্যেই ব্যাট করছেন তা স্পষ্ট। পাশাপাশি তরুণ যশস্বীকে গাইডও করছেন। শুক্রবার ভারতীয় ক্রিকেট দল আর কতক্ষণ ব্যাট করে, সেই দিকেই আপাতত সকলের নজর থাকবে। তবে ৩০০ রানের বেশি লিড নিয়ে টিম ইন্ডিয়া যে ইনিংস ডিক্লেয়ার করবে, তা বলাই বাহুল্য।


from Bengali News, আজকের বাংলা খবর, পঞ্চায়েত ভোট রেজাল্ট, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/DmHaf0M
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads