দেবপ্রয়াগে প্রবল ধসে আটকে কোলাঘাটের ৫০ জন তীর্থযাত্রী, দ্রুত নামিয়ে আনার চেষ্টা https://ift.tt/eSau5Cf - MAS News bengali

দেবপ্রয়াগে প্রবল ধসে আটকে কোলাঘাটের ৫০ জন তীর্থযাত্রী, দ্রুত নামিয়ে আনার চেষ্টা https://ift.tt/eSau5Cf

Landslide at Uttarakhand : দেব ভূমিতে প্রাকৃতিক বিপর্যয়। দেবপ্রয়াগে প্রবল ধসে আটকে কোলাঘাটের প্রায় ৫০ জন তীর্থযাত্রী। চিন্তায় পরিবারের লোকজন। দ্রুত তাঁদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাধামাধব মন্দির থেকে প্রায় পঞ্চাশ জনের তীর্থযাত্রীদল কেদারনাথ ও বদ্রিনাথ দর্শনের জন্য রওনা হয়েছিল। কেদারনাথ দর্শন সম্পন্ন হলেও বদ্রিনাথ যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়ে। সারা উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ চলছে। উত্তর ভারতের জসিমঠে আটকে থাকার পর প্রশাসনিক সহযোগিতায় যাত্রীদের বদ্রিনাথের পথে আর না এগিয়ে আটকে পড়া যাত্রীদের দ্রুত হরিদ্বারে নামিয়ে আনার চেষ্টা চলছে। বহু বাঙালি তীর্থযাত্রী এখনো আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। দেবপ্রয়াগ এর আগে বড় মাপের ধ্বস নামায় দীর্ঘ সময় আটকে থাকে। তীর্থযাত্রীরা এমন ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যথারীতি হতভম্ব। দ্রুততার সহিত তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।সমস্ত যাত্রী সুস্থ আছেন বলে জানাচ্ছেন কোলাঘাটের রাধা মাধব মন্দিরের কর্তৃপক্ষ। বাড়ির লোকেদের কোনওরকম চিন্তা করার দরকার নেই বলে বার্তা দেওয়া হয় রাধামাধব মন্দির তরফ থেকে। প্রতি মুহূর্তে কোলাঘাট রাধামাধব মন্দিরের তরফ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততার সহিত তাঁদের নিরাপদ আশ্রয় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত জনজীবন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ ধাম যাত্রা। বুধবার সমগ্র উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের পশ্চিমাংশের অতি ভারী বৃষ্টি হওয়ার ব্যাপারে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণেই পুণ্যার্থীদের জন্য কেদারনাথ যাত্রা নিরাপদ নয় বলে জানানো হয়। খারাপ আবহাওয়ার কবলে পড়ে যাত্রীদের প্রাণের আশঙ্কাও থাকতে পারে বলেন করছে স্থানীয় প্রশাসন।সব দিক মাথায় রেখে কেদারনাথ ধাম যাত্রা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ড এলাকায় অবিরাম ভারী বৃষ্টি হয়ে চলেছে। বুধবার থেকে সেখানকার রাস্তা চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই স্থানীয় প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, অবিরাম ভারী বৃষ্টির কারণে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর জলস্তর আগের থেকে অনেকটা বৃদ্ধি পায়।প্রসঙ্গত, প্রায় ৬ মাস বন্ধ থাকার পর এপ্রিলেই পর্যটকদের জন্য খুলেছিল কেদার দ্বার। তবে সেই সময়ও তুষারপাতের কারণে রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। চারধাম যাত্রার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এবং পাশাপাশি আবহাওয়ার অবস্থা দেখে তীর্থযাত্রা পাঠানো হবে কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রা নিয়ে পুনরায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।


from Bengali News, আজকের বাংলা খবর, পঞ্চায়েত ভোট রেজাল্ট, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/EZS4hJn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads