অরুণাচল প্রশ্নে ভারতের পাশে আমেরিকা, চাপে চিন https://ift.tt/JSPo07t - MAS News bengali

অরুণাচল প্রশ্নে ভারতের পাশে আমেরিকা, চাপে চিন https://ift.tt/JSPo07t

ওয়াশিংটন: অরুণাচল প্রদেশকে চিন নিজেদের ভূখণ্ড বলে দাবি করলেও ভারত বরাবর এটাকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে এসেছে। এবার অরুণাচল প্রশ্নে আমেরিকাকেও পাশে পেল ভারত। অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মান্যতা দিয়ে রেজ়োলিউশন বা প্রস্তাব পাশ করল মার্কিন সেনেট কমিটি। আর সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে চিনকে। রেজ়োলিউশনটি এনেছেন সেনেটর জেফ মার্কলে, বিল হাগার্টি, টেম কেইন এবং ক্রিস ভ্যান হোলেন। শীঘ্রই এই প্রস্তাব নিয়ে মার্কিন সেনেটে ভোটাভুটি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউএস সফর সেরে ফেরার পর পরই এ ধরনের পদক্ষেপ ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন রেজ়োলিউশনে ম্যাকমেহন লাইনকে চিন এবং ভারতের অরুণাচল প্রদেশের মধ্যবর্তী সীমান্ত বলে উল্লেখ করা হয়েছে। আর সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, ' 'রিপাবলিক অফ ইন্ডিয়া'র অংশ, কোনও ভাবে 'পিপলস রিপাবলিক অফ চায়না'র অংশ নয়। আমেরিকা অরুণাচলের উন্নয়নে পাশে থাকতে চায়। সীমান্ত নিয়ে ভারত এবং চিনের মধ্যে যখন অশান্তি বাড়ছে, তখন ইউএস সেই দেশের পাশেই থাকবে, যারা গণতন্ত্রকে সমর্থন করে এবং ইন্দো-প্যাসিফিক নিয়ে মুক্ত ভাবনা পোষণ করে।' অরুণাচল নিয়ে ইন্দো-চিন দ্বন্দ্ব অনেক পুরোনো। চিন বরাবর অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে উল্লেখ করে এসেছে। অন্যদিকে ভারতের দাবি, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। অরুণাচলের সর্বত্র প্রকৃত নিয়ন্ত্রণরেখা সুস্পষ্ট ভাবে চিহ্নিত নয় বলে বিরোধ আরও বেড়েছে। অরুণাচলে ভারতীয় ভূখণ্ডে গ্রাম তৈরির অভিযোগও উঠেছে চিনের বিরুদ্ধে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/DzriN7L
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads