তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/9vKFAQP - MAS News bengali

তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/9vKFAQP

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের দেখা মেলেনি চলতি মরশুমে। ফলে সেখানে ক্রমশ বেড়েই চলেছে বৃষ্টিপাতের ঘাটতি। ১৪ জুলাই অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। এদিকে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির আকাল সেই সময় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। প্রায় ১৬ শতাংশের বেশি অধিক বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গ। বৃষ্টিপাতের নিরিখে দক্ষিণবঙ্গের হাল কি ফিরতে চলেছে? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?একনজরে কলকাতার আবহাওয়া…গত ২৪ ঘণ্টায় কলকাতায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। শনিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিনে কলকাতার আকাশ আংশিক মেঘলা। কিন্তু, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া…দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের দেখা পাওয়া যায়নি। গয়া, শ্রীনিকেতন থেকে মিজোরামের দিকে চলে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। ১৬ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তা ঘণীভূত হলে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া…একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আকাল সেই সময় কার্যত ভারী বৃষ্টিপাত টানা চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্ষা এবং কৃষি অর্থনীতি…চলতি বছর বিস্তর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। তার উপর এল নিনোর চোখ রাঙানি। যদিও মৌসম ভবনের আশ্বাস, এই বছর স্বাভাবিক হতে চলেছে বর্ষা। ফলে কৃষি অর্থনীতি খুব একটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today https://ift.tt/nIB1Kab
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads