বিরাট-ডুপ্লেসি ব্যর্থ হতেই ভোগে ব্যাটিং, RCB সেই চোকার্স‌ই? https://ift.tt/YVGgAJd - MAS News bengali

বিরাট-ডুপ্লেসি ব্যর্থ হতেই ভোগে ব্যাটিং, RCB সেই চোকার্স‌ই? https://ift.tt/YVGgAJd

মরশুমের প্রথম ঘরের মাঠে ম্য়াচে জিতল কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে লজ্জার হারের পর এই ম্যাচে জেতাটা দরকার ছিল নীতীশ রানাদের কাছে। শাহরুখ খান সহ তারকা খচিত গ্যালারির সামনে বিরাটদের মত তারকায় ভরা দলকে হারিয়ে শেষ হাসি হাসল KKR। সৌজন্য স্পিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্পিনের সামনে কুপোকাত হয়ে গেল RCB। ফলে টসে জিতলেও তা কাজে লাগাতে পারল না তারা। তবে এই ম্যাচে RCB-র হারের পর উঠেছে একাধিক প্রশ্ন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্য়াচে দাপট দেখিয়েছিলেন ও ফাফ ডু প্লেসি। এই জুটি একাই রান করে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি জুটি তুলেছিল ১৪৮ রান। বিরাট ৮২ রান করে অপরাজিত থাকেন আর ডু প্লেসি করেন ৭৩ রান। সেই ম্যাচে RCB মাত্র ২ উইকেট হারালেও তাদেরকে জিতিয়ে দিয়েছিল ওপেনিং জুটি। তবে KKR-এর বিরুদ্ধে হল পুরো উল্টো। ওপেনিং জুটি পড়ে যেতেই তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকল RCB-র ব্যাটিং। এদিনের ম্যাচে দুই দলের মধ্যে কারও ব্যাটিং ভালো হয়নি। KKR-এর তিনজন রান পেলেও বাকিরা পাতে দেওয়ার মত নন। অন্যদিকে বিরাটদের দলে একাধিক বড় নাম। বোলারদের কাছে যারা ত্রাস। সেই বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক করলেন যথাক্রমে ২১, ২৩, ৫ ও ৯ রান। সৌজন্যে KKR-এর স্পিন। টসে জিতে বোলিং নেন ডু প্লেসি। কারণ হিসেবে জানিয়েছিলেন, শিশির থাকাটাই কারণ। তবে এই শিশির যে KKR-র কাছে শাপে বর হল তা বলাই যায়। শিশিরকে জয় করে একেরপর এক স্পিন করতে থাকেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মারা। এই তিনজনের দাপটে কফিনবন্দী হল RCB। এই ইনিংসের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি RCB দল রান করার জন্য বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির দিকে বেশ ঝুঁকছে। এই জুটি আউট হওয়ার পরেই একেরপর এক ব্যাটার ফিরতে থাকেন। ব্যাটারদের মধ্যে বিরাট, ডু প্লেসি, ব্রেসওয়েল দুই অঙ্কের রান করেন। এরপর গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিকরা এক অঙ্কের রান করলেন। বোলার ডেভিড উইলি ও আকাশ দীপ শেষের দিকে লড়াই করার চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/v0slgq6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads