আদৌ IPL খেলবেন সাকিব-লিটন? প্রশ্ন শুনে রেগে কাঁই বাংলাদেশ বোর্ড সভাপতি https://ift.tt/cwBEz0R - MAS News bengali

আদৌ IPL খেলবেন সাকিব-লিটন? প্রশ্ন শুনে রেগে কাঁই বাংলাদেশ বোর্ড সভাপতি https://ift.tt/cwBEz0R

আজ টান টান উত্তেজনা। পঞ্জাবের মুখোমুখি হচ্ছে নাইট বাহিনী। এদিকে শ্রেয়সের অনুপস্থিতিতে নীতীশের উপর বাড়ছে প্রত্যাশার চাপ। পাশাপাশি অন্যতম বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, IPL-এ কি খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার এবং ? তাঁরা কি খেলার অনুমতি পাবেন?IPL-এ KKR-এর প্রথম ম্যাচে থাকছেন না তাঁরা। কিন্তু, অন্যান্য ম্যাচগুলিকে তাঁদের উপস্থিতি নিয়ে এবার বড় মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব এবং লিটনকে কি IPL খেলার অনুমতি দেওয়া হবে? এই প্রসঙ্গে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ শেষে তাঁকে প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারান তিনি। বলেন, "আর কতদিন এক প্রশ্ন করা হবে?" আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ শেষ হওয়ার আগে কি সাকিব এবং লিটনকে IPL-এর জন্য ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত বদল করা হয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি ওপার বাংলার সংবাদ মাধ্যম 'সমকাল'-কে বলেন, "IPL কর্তৃপক্ষের থেকে যখন জানতে চাওয়া হয়েছিল লিটন এবং সাকিব কখন ম্যাচে যোগ দিতে পারবে সেই সময় আমরা তাঁদের নির্দিষ্ট করে জানিয়েছিলেন ওঁরা কখন 'অ্যাভেইলেভেল'। তারপর সেই মোতাবেক ওদের নেওয়া হয়েছে। আর আমরা সেই কথামতোই ওদের IPL-এর জন্য ছেড়ে দেব। পরবর্তীতে যদি কোনও সিদ্ধান্ত বদল হয় তাহলে BCB সকলকে জানিয়ে দেবে।" এদিন এই প্রশ্নে কার্যত মেজাজ হারান পাপন। তিনি আরও বলেন, "দেখছি, শুনছি NOC নাকি দেওয়া হয়েছে। কিন্তু, সমস্যা হল আমরাই জানি না।" আয়ারল্যান্ডের সঙ্গে টেস্টে কি সাকিব এবং লিটন খেলবেন? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওদের কোনও চোট নেই। সেক্ষেত্রে না খেলার কোনও কারণ দেখছি না।" উল্লেখ্য, ইতিমধ্যেই IPL-এর জন্য চাটার্ড ফ্লাইটে করে শনিবার সকাল ৮টা নাগাদ ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে সাকিব আল হাসান এবং লিটন কুমারকে এখনও BCB NOC না দেওয়ার তাঁদের IPL সফর অনিশ্চিত। ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের। সাকিব বাংলাদেশের টেস্ট অধিনায়ক। অন্যদিকে, লিটন বাংলাদেশের টিমের অন্যতম দক্ষ খেলোয়াড়। সেক্ষেত্রে এই টেস্ট ম্যাচের জন্য তাঁদের IPL খেলতে ওই নির্দিষ্ট সময় ছাড়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল BCP। তবে এই টেস্টের পরেই তাঁরা IPL-এ যোগ দেবেন, মনে করা হচ্ছে এমনটাই।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/QGPw891
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads