প্রার্থী না হলে 'অন্যভাবে অ্যাকোমডেট', বিক্ষোভ এড়াতে আশ্বাস তৃণমূল শীর্ষ নেতৃত্বের https://ift.tt/Lx8Yk9t - MAS News bengali

প্রার্থী না হলে 'অন্যভাবে অ্যাকোমডেট', বিক্ষোভ এড়াতে আশ্বাস তৃণমূল শীর্ষ নেতৃত্বের https://ift.tt/Lx8Yk9t

এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: সব ঠিকঠাক থাকলে এ মাসটা পেরোলেই হয়তো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বাছাই করতে হবে ৭০-৮০ হাজার প্রার্থী। দলের কেউ টিকিট পাবেন, কেউ পাবেন না। তাতে ক্ষোভ-বিক্ষোভও যে তৈরি হবে, সেটা মেনেই নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু এখানে থামছেন না তাঁরা। যাঁরা টিকিট পাবেন না, তাঁদের 'অন্য ভাবে অ্যাকোমডেট' করার আশ্বাস দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে দিল্লি থেকে নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টিকিট পাওয়া, না পাওয়া ঘিরে দলের কোন্দল যাতে মাত্রা না ছাড়ায়, সে লক্ষ্যেই মঙ্গলবার অবস্থান স্পষ্ট করেছেন জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেতৃত্ব।এ দিন দিঘায় কর্মিসভা ছিল মমতার। সেখানে তিনি বলেন, 'পঞ্চায়েতে সত্‍ মানুষ চাই, দক্ষ মানুষ চাই, চাই ভালো মানুষ৷ কেউ হয়তো টিকিট পাবেন, কেউ পাবেন না। একটা পার্টির থেকে একজনই টিকিট পান। যিনি টিকিট পাননি, তিনি যেন বিজেপির কথায় নির্দল প্রার্থী হয়ে না দাঁড়ান৷ তাঁকে অন্য ভাবে নিশ্চয়ই আমরা অ্যাকোমডেট করব। এটা পার্টির দায়িত্ব। পার্টি এটা দেখবে৷' মাসকয়েক আগেই রাজনীতির অলিন্দের বাইরের মানুষকে সভামঞ্চে তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, ভোটে দলের প্রার্থী হবেন সৎ কেউ। কার্যত সেই বার্তাই এ দিন শোনা যায় মমতার গলায়। একই সঙ্গে দলের উপর তলার নেতাদের উদ্দেশে বলেন, 'উপরে যাঁরা বসে আছেন, তাঁরা একটু হাঁটাহাঁটি করুন। রোজ এলাকায় এলাকায় যান৷' অভিষেকও এ দিন ফের প্রার্থী বাছাইয়ে স্বচ্ছ ভাবমূর্তি, সততা ও নিরলস কাজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার কথা বলেন৷ তাঁর কথায়, 'দুর্নীতির সঙ্গে আপস নয়৷ স্বচ্ছ-দক্ষ প্রার্থীদের তুলে আনা হবে৷ সকলের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। পদে থাকলে কাজ করতেই হবে। কাজ না করলে পদে থাকা যাবে না৷ আগের বারের বিধানসভা নির্বাচনে ১০০ জনের বেশি বিধায়কের টিকিট কাটা গিয়েছে৷ লোকসভা এবং রাজ্যসভার প্রার্থী বাছাইয়েও পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেবে দল৷'পঞ্চায়েতে প্রার্থীর সংখ্যা প্রায় ৭০- ৮০ হাজার। তা বাছাইয়ে যে দলে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হবে, সে কথা মেনেই নিয়েছেন অভিষেক৷ তাঁর ব্যাখ্যা, 'যদি কোনও দল বলে, পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ হয় না, তা হলে তারা মিথ্যে কথা বলবে৷ তৃণমূল স্তরের এই ভোটে সবারই প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে৷ যাঁরা টিকিট পাবেন না, তাঁদের সংগঠনের কাজে লাগানো হবে। বিভিন্ন ভাবে অ্যাকোমডেট করা হবে৷'তা ছাড়া, আসন্ন ভোটের আবহে রাজ্যের সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে সব দলেরই, সে কথা জানান অভিষেক। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, 'শাসক একা শান্তি রক্ষা করতে পারে না। সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে৷' তাঁর সংযোজন, 'পঞ্চায়েত ভোটের জন্য আমরা পুরোপুরি তৈরি৷ নির্বাচনে সবাই অংশ নিক৷ ১০০ শতাংশ মনোনয়ন হোক। শান্তিপূর্ণ হোক ভোটপর্ব৷' যদিও বিরোধী শিবির অভিষেকের এই বক্তব্য নিয়েও তৃণমূলকে বিঁধতে ছাড়েনি। প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে অতীত অভিজ্ঞতাকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছেন। তাঁর প্রতিক্রিয়া, 'না আঁচালে বিশ্বাস নেই!' সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, 'অভিষেক কী বলছেন, সেটা বড় কথা নয়৷ এ বার পঞ্চায়েত ভোটে ১০০ শতাংশ আসনে মনোনয়ন হবেই৷' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'বুথ লুট না করে জিততে পারবে না মমতার দলবল। মানুষ ঘুরে দাঁড়াবেই।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/aOv4xHW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads