হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, জখম ৬ শ্রমিক https://ift.tt/xjNzuFZ - MAS News bengali

হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, জখম ৬ শ্রমিক https://ift.tt/xjNzuFZ

: কারখানায় হাওড়ার মালিপাঁচঘরায়। দুর্ঘটনায় আহত ছয় জন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির মালিপাঁচঘরা থানার পুলিশ। কী করে এরকম দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার সাত সকালে হাওড়ার মালিপাঁচঘরা থানার অন্তর্গত ঘুসুড়ি এলাকায় একটি কারখানায় সিলিন্ডার ফেটে যায়। ঘটনায় আহত হয় ছয় জন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। দুর্ঘটনা দেখে ছুটে আসেন তারা। আহতদের দ্রুত টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে খবর। টি এল জয়সওয়াল হাসপাতালে থেকে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাওড়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই স্ক্র্যাপ এর কারখানায় লোহা কাটার কাজ হত। আজ সকাল সাড়ে আটটা নাগাদ শ্রমিকরা কাজ করার সময় প্রচন্ড শব্দে সিলিন্ডার ফেটে গেলে বিপত্তি ঘটে। আহত শ্রমিকদের মধ্যে একজনের পা কেটে যায়। আরও একজনের গুরুতর আঘাত লাগে কোমরে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ।স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ সকালে খুব জোরে কিছু একটা ফাটার শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে কারখানার মধ্যে সিলিন্ডার ফেটে গিয়েছে। একজনের পায়ে গুরুতর চোট লেগেছে। আরও কয়েকজন আহত হয়েছে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে আমরা তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।” তবে ওই কারখানায় এর আগেও সিলিন্ডার ফেটে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা স্থানীয় বাসিন্দারা। আরেক স্থানীয় বাসিন্দা জানান, কালীপুজোর আগে তিনটে সিলিন্ডার একসঙ্গে ফেটে যায়। সেই সময় দুর্ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি জনবসতি এলাকার মধ্যে এরকম লোহার যন্ত্রাংশ নির্মাণ, কাটাকাটির কারখানা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। তবে গোটা বিষয় নিয়ে কারখানা মালিকপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই শ্রীরামপুরের পিয়ারাপুরে দিল্লি রোডের ধারের একটি স্টিল কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে দুজন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় আহত হয় আরও কয়েকজন শ্রমিক। গুয়েরাম দলুই এবং পঙ্কজ দাস নামে দুই শ্রমিকের মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/H4YQm1c
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads