FD-তে দারুণ অফার! 8.50 শতাংশের সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক https://ift.tt/LiRahjT - MAS News bengali

FD-তে দারুণ অফার! 8.50 শতাংশের সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক https://ift.tt/LiRahjT

সম্প্রতি এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। আপনি এখন থেকে এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (এফডি) করলে 8.50 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। তবে 8.50 শতাংশ পর্যন্ত সুদ পেতে আপনাকে অবশ্যই একজন প্রবীণ নাগরিক হতে হবে।বর্তমানে এই ব্যাঙ্ক 3.75 শতাংশ থেকে 8.00 শতাংশের মধ্যে স্থায়ী আমানতে বা ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার প্রদান করে থাকে।। 7 দিন থেকে 120 মাসের মেয়াদের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটে (এফডি)-এ উপর এই সুদের হার অফার করছে ব্যাঙ্ক। তবে প্রবীণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতে বা ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার 4.25 শতাংশ থেকে 8.50 শতাংশ পর্যন্ত দেওয়া হবে।নিয়মিত খুচরা বিনিয়োগকারীরা এখন 24 মাস 1 দিন থেকে 36 মাস পর্যন্ত সময়ের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটে (এফডি)-এ উপর 8 শতাংশ লুদ পাবেন। একই সময়র অ-কলযোগ্য ফিক্সড ডিপোজিটে (এফডি)-এ সুদের হার 8.10 শতাংশ হবে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই সুদের হারগুলি 3 মার্চ, 2023 থেকে কার্যকর হবে৷

এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার

12 মাস 1 দিন এবং 18 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার 7.6 শতাংশ। 15 মাস 1 দিন থেকে 18 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার 7.75 শতাংশ। 6 মাস 1 দিন থেকে 12 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার 6.35 শতাংশ। ব্যাঙ্ক মাসিক পেআউট ফিক্সড ডিপোজিট অফার করে যা গ্রাহকদের একটি স্থির মাসিক আয় প্রদান করে থাকে। এই ফিক্সড ডিপোজিটগুলি 3 মাসের বেশি মেয়াদের জন্য হয়ে থাকে। ব্যাঙ্কটি ডোমেস্টিক এবং এনআরই বা এনআরও গ্রাহকদের জন্য 24 মাস 1 দিন থেকে 36 মাসের মেয়াদে 7.95 শতাংশ সুদ অফার করে থাকে। সিনিয়র সিটিজেনরা একই ক্ষেত্রে 8.44 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। একটি ফিক্সড ডিপোজিট হল একটি বিনিয়োগের বিকল্প যা ঝুঁকিমুক্ত, সহজ এবং এতে শুধুমাত্র এককালীন প্রাথমিক আমানতের প্রয়োজন হয়ে থাকে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/nmBl3Ua
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads