Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/ih2MSYH
প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে কলেজে ফিল্ম ফেস্টিভ্যাল, ৬ দিন ধরে দেখানো হবে ছবি https://ift.tt/IkHhPao

: কলেজ মানেই পাঠ্যপুস্তকের মধ্যেই বিচরণ। কিন্তু পাঠ্য পুস্তকের বাইরে গিয়ে তাদের শিক্ষামূলক বিনোদনের জন্য যদি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়! এমন কথা সচরাচর ভাবাই যায় না। তবে হ্যাঁ, এটাই সত্যি হয়েছে হাওড়া জেলার একটি কলেজে। কলেজের প্রথাগত এই ভাবনার বাইরে গিয়ে সোমবার থেকে হাওড়ার শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শুরু হল ফিল্ম ফেস্টিভ্যাল। কলেজে কর্তৃপক্ষ সূত্রে খবর, ৬'দিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে ছাত্র ছাত্রীদের দেশ এবং আন্তর্জাতিক মানের স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হবে। ফিল্ম ফেস্টিভ্যালে কলেজের ২২টি বিভাগের ছাত্র ছাত্রীদের থেকে সংগৃহীত ৪৪ টি স্বল্প দৈর্ঘ্যের ছবির মধ্যে বাছাই করা ৩০ টি ছবি দেখানো হবে। এদিন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ সারথি দে, শর্মিলা দাস, পিয়ানো, তনুময় বেরা ও সুমন মুখোপাধ্যায়ে মতো চলচ্চিত্র ও সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (টিচার ইনচার্জ) গোবিন্দ প্রসাদ বর্মন বলেন, "বর্তমান সময়ে ছাত্র ছাত্রীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাও দিন দিন কমে যাচ্ছে। তারা ক্রমশ আবদ্ধ হয়ে পড়ছে কলেজের সিলেবাস কেন্দ্রিক পড়াশোনার মধ্যে। আর সেই কারণেই পড়ুয়াদের মধ্যে চিন্তাশক্তি বাড়ানো বা ভাবার ক্ষমতা তৈরি করা এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানা এই তিনটে বিষয়কে লক্ষ্য রেখেই আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি।" তিনি জানান, "ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো ৩০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবির মধ্যে অভিনীত ২ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি আছে।" অধ্যক্ষ জানান, "প্রতিদিন কলেজের ক্লাসের শেষে এক ঘন্টা করে ছাত্র ছাত্রীদের সিনেমা দেখানো হচ্ছে। প্রথম দিন তারা ছাত্রদের কাছ থেকে জানতে চেয়েছিল কেমন তাদের লাগছে। আমরা দেখেছি যে ছেলেরা খুব আগ্রহের সঙ্গে এই ফিল্ম দেখছে। পাশাপাশি সিনেমা হলের পরিবেশে অধ্যাপকদের সঙ্গে সিনেমা দেখার পরিবেশ পেয়ে তারা রীতিমতো খুশি।" অভিনেতা পার্থ দে বলেন, "গ্রামাঞ্চলের এই কলেজে এই ধরনের দেখার অভিজ্ঞতা অন্যরকম।" কলেজের এক পড়ুয়া এই বিষয়ে কথা বলতে গিয়ে রীতিমতো রোমাঞ্চ অনুভব করেন। তিনি বলেন, "কলেজে বসে সিনেমা দেখার সুযোগ হচ্ছে, প্রথমত এটা ভাবতেই পারছি না। মনে হচ্ছে স্বপ্ন। আর দ্বিতীয় কথা, এই চলচ্চিত্র উৎসবে আমাদের কলেজের বন্ধুদেরই ২ টি ছবি দেখানো হচ্ছে, এটা একটা বিশাল বড় পাওনা।"
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/ih2MSYH
Leave Comments
Post a Comment