Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/GnImJjE
হু হু করে বেড়ে চিকেনের দামে আগুন! সস্তায় বাজারে মিলছে কী কী? https://ift.tt/AoZgXzG

বাজারে চিকেনের দাম কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। হোলি চলে গেলেও বাজারে চড়া দর দেখা যাচ্ছে চিকেনের। ফলে আপাতত বেশি দামেই মাংস খেতে হবে আমজনতাকে। যদিও পোলট্রি মালিকেরা এই দাম বৃদ্ধির জেরে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে। তবে মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস আমজনতার। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক বাজার থেকে সস্তায় কিনতে পারবেন কোন কোন জিনিস।প্রথমেই দেখে নেওয়া যাক সবজি বাজারে নানা জিনিসের দাম। এখনও বাজারে মিলছে শীতকালের নানা সবজি। ফুলকপি, বাধাঁকপি প্রতি পিস হিসেবে বিকোচ্ছে 10 টাকা করে। ওলকপির দাম রয়েছে 20 টাকা কেজি। ওলকপি ছাড়াও টমেটো, সিমের মতো সবজির দামও রয়েছে কেজি প্রতি 20 টাকা।30 টাকা কেজি হিসেবে বিকোচ্ছে কুমড়ো, বেগুনের মতো সবজি। এছাড়া আলুর কেজি রয়েছে 10 থেকে 12 টাকা। হিমাঙ্গি আলুর দাম রয়েছে প্রতি কেজিতে 16 টাকা। এছাড়া, চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 20-22 টাকা কেজি। এছাড়া বাজারে এখন পাওয়া যাচ্ছে এঁচড় ও কাঁচা আমও। এঁচড়ের প্রতি কেজির দাম রয়েছে 50 টাকা ও কাঁচা আমের দাম রয়েছে 100 টাকা কেজি।এবার নজর রাখা যাক মাছ বাজারের দিকে। মাছ বাজারে রুই মাছের দাম রয়েছে 200 টাকা। কাতলা মাছের প্রতি কেজির দাম রয়েছে 350 টাকা। পমফ্রেট মাছের দাম রয়েছে কেজিতে 400 টাকা। পাবদা মাছের দাম রয়েছে 300 টাকা থেকে শুরু। এমনকি ভোলা মাছের দাম রয়েছে কেজিতে 300 টাকা। যদি কোনও ব্যক্তি সস্তায় মাছ কিনতে চান, সেক্ষেত্রে লোটে মাছের কেজি রয়েছে 100 টাকা। ছোট ট্যাংরা মাছের দাম রয়েছে 200 টাকা কেজি। অন্যদিকে, কেজি প্রতি চিকেনের দাম রয়েছে 250 টাকা কেজি। গত মাসেও এই দাম ছিল 200 টাকা। অন্যদিকে, গোটা মুরগির দাম রয়েছে 140 টাকা কেজি। মাটনের দাম রয়েছে প্রতি কেজিতে 730 টাকা থেকে শুরু করে 760 টাকা। পাশাপাশি আমজনতাকে স্বস্তি দিচ্ছে ডিমের দাম। প্রতি পিস ডিমের দাম রয়েছে 5 টাকা। যা কিনা জানুয়ারির শুরুতে ছিল 7 টাকা। তখন ডিমের ট্রের দাম ছিল 200 টাকা। সেই দাম এসে দাঁড়িয়েছে 140 টাকাতে। অর্থাৎ প্রতি ট্রে'তে ডিমের দাম কমেছে প্রায় 60 টাকা। পিস হিসেবে দেখলে দাম কমেছে 2.50 টাকা থেকে 3.00 টাকা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/GnImJjE
Leave Comments
Post a Comment