Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pOQBPeZ
নিয়োগ-দুর্নীতির সমস্ত মামলার শুনানি একত্রে: সুপ্রিম কোর্ট https://ift.tt/EN3faLT

এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে স্কুলের নিয়োগ দুর্নীতির সব মামলার একযোগে শুনানি করবে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোন বেঞ্চে, কবে ও কখন এই শুনানি হবে, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি। যতদিন না এই মামলার শুনানি হচ্ছে, ততদিন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-র ১৯১১টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং স্থগিত থাকবে বলে শীর্ষ আদালত জানিয়েছে৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সোমবার ছিল শীর্ষ আদালতে৷ অচিন্ত্যকুমার মন্ডল এবং অন্যান্য বনাম লক্ষ্মী টুঙ্গা মামলার শুনানিতে এসএসসি-র আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় জানান, তিনি আদালতে ইতিমধ্যে হলফনামা জমা দিয়েছেন৷ বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের তরফে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি দাবি করেন, স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া হলফনামাতেই উল্লেখ করা হয়েছে, একই ধরনের মামলার শুনানি চলছে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে৷ বিষয়টি সম্পর্কে বিশদে জানতে চান বিচারপতি হৃষিকেশ রায়৷ আইনজীবীরা তাঁকে জানান, প্রাথমিকে বিষয়ে মানিক ভট্টাচার্য বনাম রমেশ মালিক মামলাটি চলছে সুপ্রিম কোর্টেরই বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে। এর পরেই বিচারপতি হৃষিকেশ রায় বলেন, 'নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব ক'টি মামলার শুনানি একটি বেঞ্চে হওয়াই ভালো৷' বিচারপতিকে এসএসসি-র আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেন, এটা এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত মামলা, আর বিচারপতি বসুর বেঞ্চে চলা মামলাটি প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে৷ সেই সময়ে মামলাকারীদের আর এক আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, 'দু'টি মামলারই বিষয়, নিয়োগে দুর্নীতি। যার শিকড় একই জায়গায়৷'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pOQBPeZ
Previous article
Next article
Leave Comments
Post a Comment