অক্সিজেন মাস্ক ছাড়া ঘুমোতে কষ্ট কেষ্টর! মঙ্গলেই তিহাড় যাত্রা অনুব্রতর? https://ift.tt/bQ384aB - MAS News bengali

অক্সিজেন মাস্ক ছাড়া ঘুমোতে কষ্ট কেষ্টর! মঙ্গলেই তিহাড় যাত্রা অনুব্রতর? https://ift.tt/bQ384aB

মঙ্গলবারই তিহাড় জেলে পাঠানো হতে পারে অনুব্রত মণ্ডলকে ED সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর সে কারণেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন তাঁর আইনজীবী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেষ্টর আইজীবী সম্পৃক্তা ঘোষাল বলেন, "মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে পাঠানো হলে ওঁর যাতে নিয়মিত ওষুধপত্রের বন্দোবস্ত হয় আমরা সেই আবেদন জানাব।"

অসুস্থ অনুব্রত

অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, "ওঁর শরীর একটু খারাপ করেছে। শ্বাসকষ্ট রয়েছে। রাতে অক্সিজেন মাস্ক ছাড়া ঘুমোতে পারছেন না। রোজ ইনসুলিন, নেবুলাইজার প্রয়োজন। আদালত সিদ্ধান্ত নেবে, ওঁকে জেলা হাসপাতালে পাঠানো হবে, না কি রোজ ডাক্তারি পরীক্ষার বন্দোবস্ত হবে।"

জামিন পাবেন অনুব্রত?

২৩ মার্চ দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলকে স্বস্তি দেওয়া হয় কি না, সেদিকেই তাকিয়া তাঁর আইনজীবী। যেখানে তৃণমূল নেতা জামিনের আবেদন জানিয়েছেন। কেষ্টর তিহাড় যাত্রা রুখতে গোরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার নিয়েও মামলা দায়ের করা হয়েছে। ২৩ তারিখ একইসঙ্গে সেই মামলারও শুনানি। এদিকে ইতিমধ্যেই কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। তাঁকেও রাখা হচ্ছে তিহাড় জেলে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/ecZfDqx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads