উদ্বেগ বাড়াচ্ছে করোনা! ৫ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ https://ift.tt/6hvCsuB - MAS News bengali

উদ্বেগ বাড়াচ্ছে করোনা! ৫ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ https://ift.tt/6hvCsuB

: উদ্বেগ বৃদ্ধি করছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজারের কাছাকাছি মানুষ। যা গত ৫ মাসে সর্বাধিক। শেষবার ভারতে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজারের গণ্ডি পার করেছিল গত বছর অক্টোবর মাসে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯০ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪ কোটি ৪৭ লক্ষ, ৪ হাজার ১৪৭ জন। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯ হাজার ৪৩৩ জন। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৩ হাজার ৮৮৩ জন অর্থাৎ ৯৮.৭৯ শতাংশ। এর আগে করোনায় ২ হাজারের গণ্ডি পার করেছিল গত বছর ২৮ অক্টোবর। একদিনে ২ হাজার ২০৮ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের পাশাপাশি কিছুটা বাড়ল পজিটিভিটি রেটও। এই রেট বৃদ্ধি পেয়ে হল ১.৫৬ শতাংশ। চলতি সপ্তাহে এই রেট ১.২৯ শতাংশ হতে পারে বলে অনুমান করা হয়েছিল। দৈনিক সংক্রমণ বৃদ্ধির পাশপাশি ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যাও। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৩০ হাজার ৮৩১। মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে কেরালা। সেখানে ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এছাড়া মহারাষ্ট্র ও গুজরাটে ২ জন করে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সংক্রমণ রুখতে মোট ২২০.৬৫ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতে নতুন করে করোনা সংক্রমণ যে বৃদ্ধি পেতে পারে, তা কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার নতুন ভ্যারিয়েন্ট XBB.1.16 প্রভাবেই সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছিল। নতুন এই ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ বৃদ্ধি বলে জানিয়েছিলেন প্রাক্তন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া-ও। সংক্রমণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কখা জানিয়েছিলেন তিনি। এদিকে, করোনার এই সংক্রমণ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের কপালেও পড়েছে চিন্তার ছাপ। কয়েকদিন আগে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে সংক্রমণ বৃদ্ধির জন্য উদ্বেগ প্রকাশ করেন। মাস্ক পরা ও স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ারও পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/CTjNui9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads