জ্বালানির জ্বালা অব্যাহত! কলকাতায় আজ পেট্রল কত? https://ift.tt/3kCogiN - MAS News bengali

জ্বালানির জ্বালা অব্যাহত! কলকাতায় আজ পেট্রল কত? https://ift.tt/3kCogiN

আজ মঙ্গলবার, 28 শে মার্চ সারা দেশে টানা 311 তম দিন পেট্রল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আগের বছর 22 মে সারা দেশে শেষবারের মত পেট্রল এবং ডিজেলের দাম হ্রাস পেয়েছিল। যা ঘটেছিল কেন্দ্রীয় সরকারের আবগারি শুল্ক কমানোর একদিন পরে। 21 মে, 2022 তারিখে পেট্রলে প্রতি লিটারে 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটারে 6 টাকা দাম কমে। আবগারি শুল্কের কম হওয়ার ফলে প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে 9.5 টাকা এবং 7 টাকা কমেছিল। পরে, 14 জুলাই, 2022 মহারাষ্ট্রের রাজ্য সরকার পেট্রল এবং ডিজেলের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) যথাক্রমে 5 টাকা এবং 3 টাকা প্রতি লিটার কমানোর পরে জ্বালানির দাম আরও কমে যায়।

আজ দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম কত থাকল জেনে নিন

1. কলকাতা - আজ এই শহরে পেট্রলের দাম 106.03 টাকা ও ডিজেলের দাম 92.76 টাকা।2.দিল্লি - আজ এই শহরে পেট্রলের দাম 96.72 টাকা ও ডিজেলের দাম 89.62 টাকা।3. মুম্বই - আজ এই শহরে পেট্রলের দাম 106.31 টাকা ও ডিজেলের দাম 94.27 টাকা।4. চেন্নাই - আজ এই শহরে পেট্রলের দাম 102.63 টাকা ও ডিজেলের দাম 94.24 টাকা।5. ব্যাঙ্গালুরু - আজ এই শহরে পেট্রলের দাম 101.94 টাকা ও ডিজেলের দাম 87.89 টাকা। 6. লখনউ - আজ এই শহরে পেট্রলের দাম 96.57 টাকা ও ডিজেলের দাম 89.76 টাকা।7. নয়ডা - আজ এই শহরে পেট্রলের দাম 96.79 টাকা ও ডিজেলের দাম 89.96 টাকা।8. হায়দরাবাদ - আজ এই শহরে পেট্রলের দাম 109.66 টাকা ও ডিজেলের দাম 97.82 টাকা।9. চন্ডীগড় - আজ এই শহরে পেট্রলের দাম 96.20 টাকা ও ডিজেলের দাম 84.26 টাকা।10. পটনা - আজ এই শহরে পেট্রলের দাম 107.24 টাকা ও ডিজেলের দাম 94.04 টাকা। রোজ সকাল 6'টায়, পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থাগুলি যথা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বৈদেশিক মুদ্রার হার এবং আন্তর্জাতিক দাম অনুযায়ী জ্বালানির দাম ঠিক করে থাকে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/SBnhVtp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads