তোলা আদায় নিয়ে গণ্ডগোল! ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক রায়গঞ্জে https://ift.tt/uSEFR6W - MAS News bengali

তোলা আদায় নিয়ে গণ্ডগোল! ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আতঙ্ক রায়গঞ্জে https://ift.tt/uSEFR6W

: রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল রায়গঞ্জের (Raiganj) বাজিতপুরে। তোলাবাজির নাম করে এলাকায় কিছু দুষ্কৃতী বোমা মেরে পালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে হাজির হয়েছে রায়গঞ্জ থানার পুলিশ ()। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করেই এই বোমাবাজি করা হয় বলে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, (North Dinajpur) জেলার রায়গঞ্জ থানার বাজিতপুরে সোমবার রাতের অন্ধকারে বোমাবাজি করা হয়। এই এলাকার বাসিন্দা তারক দাসের বাড়ি লক্ষ্য করেই বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। তারক দাস পেশায় ব্যবসায়ী। তার বাড়ির দেওয়ালে বোমা ছুঁড়ে পালায় দুস্কৃতীরা। একেবারে ঘরের জানালার পাশে দেওয়ালের মধ্যে বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। ওই ঘরেই ঘুমিয়ে ছিলেন তারক দাস ও তাঁর ছোট্ট সন্তান। শীতের রাতে প্রত্যেকেই ঘরের ভেতরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁরা। মঙ্গলবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা গ্রামে। তারক দাস জানান, বচ্চন নামের এলাকার এক কুখ্যাত দুস্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন সময় তোলা চায় বচ্চন। সম্প্রতি তার কাছে ৫ হাজার টাকা তোলা দাবি করে অভিযুক্ত। অভিযোগ টাকা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। টাকা না দেওয়ার কারণেই এই ঘটনা ঘটিয়েছে বচ্চন নাম ওই দুষ্কৃতী বলে দাবি তাঁর। তবে বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেন। তারকবাবুর স্ত্রী রিঙ্কি দাস বলেন, রাতে ঘরে শুয়েছিলাম। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। ছোট বাচ্চা নিয়ে খাটের নীচে গিয়ে আশ্রয় নিতে হয়। ঘর থেকে বেরোতেই বারুদের গন্ধ আর ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান, "আমরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। এরকম দুষ্কৃতীরা এলাকায় এসে বোমা মেরে দিয়ে চলে যাচ্ছে। এতে আমাদের এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা চাই, পুলিশ যাতে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।" দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে থানার পুলিশ (Raiganj Police Station)।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/UCS916z
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads