কয়েক ঘন্টার মধ্যে শক্তিগড় থেকে উদ্ধার অপহৃত ইঞ্জিনিয়র, ধৃত ৪ https://ift.tt/FptGisY - MAS News bengali

কয়েক ঘন্টার মধ্যে শক্তিগড় থেকে উদ্ধার অপহৃত ইঞ্জিনিয়র, ধৃত ৪ https://ift.tt/FptGisY

: জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যুক্ত ঠিকাদার সংস্থার অপহৃত ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল পূর্ব বর্ধমানের (East Bardhaman) গলসি থানার () পুলিশ। অপহৃত ইঞ্জিনিয়ারকে শক্তিগড় থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে। অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঙ্কজ তোমর নামে ঠিকাদারি সংস্থার ওই ইঞ্জিনিয়ার ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের দায়িত্বে ছিলেন। ঘটনার দিন চার যুবক তাঁকে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে শক্তিগড়ে (Saktigarh) আটকে রাখে। অভিযুক্ত চার যুবক ওই ঠিকাদার সংস্থার অধীনে জাতীয় সড়ক সম্প্রসারণে শ্রমিকের কাজ করত। পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে কাজ করা সত্ত্বেও মজুরি পাচ্ছিল না তারা। বারবার মজুরি দেওয়ার কথা বলা বলেও, কর্ণপাত করেনি। এরপর বকেয়া আদায়ে ইঞ্জিনিয়রকে অপহরণের ছক কষে তারা। রবিবার ওই চারকর্মী ইঞ্জিনিয়রের কাছে বকেয়া টাকা দাবি করে। কিন্তু সে তা দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর গাড়ি নিয়ে এসে ওই ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে যায় চার শ্রমিক। বকেয়া টাকা না দিলে ছাড়া হবে না বলেও জানিয়ে দেয় তারা। ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে () এলাকায় ওই গাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে, বকেয়া আদায়ের জন্য ওই ইঞ্জিনিয়ারকে অপহরণ করা হলেও শেষরক্ষা করতে পারেনি অভিযুক্তরা। ইঞ্জিনিয়রের সন্ধানে সংস্থার তরফে গলসি থানায় (Galsi Police Station) নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর, তদন্ত নামে পুলিশ (Galsi Police Station)। নিখোঁজ ইঞ্জিনিয়ারের খোঁজে শুরু হয় তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হয় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যুক্ত অন্য শ্রমিকদেরও। অপহৃত ইঞ্জিনিয়রকে শক্তিগড়ে আটকে রাখা হয়েছে বলে বিশেষ সূত্র মারফত খবর পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ারকেও। পুলিশ আরও জানিয়েছে, ধৃত আসিত মারজিৎ, মধু কোড়া ও শীতল মারজিত (Saktigarh Police Station) এলাকার আমিলপুরের বাসিন্দা। অপর ধৃত কিরণ কুমার মুদি-র বাড়ি থানা (Bardhaman Police Station) এলাকার নান্দুরে। ইঞ্জিনিয়র পঙ্কজ তোপরের বাড়ি উত্তরপ্রদেশের গজিয়াবাদের লাজপত নগরে। কর্মসূত্রে বর্ধমানে এসেছিল সে। গ্রেফতারের পর নিজেদের হেফাজতে চেয়ে সোমবার ৪ অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করে গলসি থানার পুলিশ। আদালত ধৃতদের জামিন নাকচ করে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/PM2TExF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads