সপ্তাহের শুরুতেই 5.74 লাখ কোটি টাকা লাভ, অবশেষে ‘সান্তা ক্লজ র‍্যালি’ শুরু শেয়ার বাজারে? https://ift.tt/SsbHoky - MAS News bengali

সপ্তাহের শুরুতেই 5.74 লাখ কোটি টাকা লাভ, অবশেষে ‘সান্তা ক্লজ র‍্যালি’ শুরু শেয়ার বাজারে? https://ift.tt/SsbHoky

Share Market : গত সপ্তাহে শেয়ার বাজারে মাত্র কয়েকদিনের মধ্যে কয়েক লাখ কোটি হারিয়ে মাথায় হাত পড়েছিল লগ্নিকারীদের। 19-23 ডিসেম্বর, এই ক’দিনের মধ্যে লগ্নিকারীদের খোওয়া গিয়েছিল 15.74 লাখ কোটি টাকা। কিন্তু নতুন সপ্তাহের শুরুতে ভারতীয় শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। ও নিফটি 50 সোমবার ফের 60,000 ও 18,000 অঙ্ক পুনরায় অর্জন করেছে। সে কারণে দালাল স্ট্রিটে সোমবার লগ্নিকারীরা 5.74 লাখ কোটি টাকা লাভ করেছেন। এর ফলে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে, তা হলে কি শেষ পর্যন্ত কোভিড-আতঙ্ক, মুদ্রাস্ফীতির, মন্দার শঙ্কা অতিক্রম করে সান্তা ক্লজ র‍্যালি শুরু হল শেয়ার বাজারে? এমনিতে প্রতি বছর ডিসেম্বরের শেষে স্টকের বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়। কেনাকাটার হিড়িক পড়ে। একেই ‘সান্তা ক্লজ র‍্যালি’ বলা হয়। এই ধারণা অবশ্য মার্কিন শেয়ার বাজার থেকে এসেছে। সেখানে করছাড়ের সুযোগ পেতে মার্কেটে বিনিয়োগ করেন লগ্নিকারীরা। কারণ, সেখানে অর্থবর্ষের হিসেব ক্যালেন্ডার ইয়ার হিসেবে ধরা হয়। মার্কিন শেয়ার মার্কেটের ইতিহাস বলছে, 1950-2018 সালের মধ্যে প্রায় 76% ক্ষেত্রে ওই সান্তা ক্লজ র‍্যালি হয়েছে সেখানে। এই সময়ের মধ্যে শেয়ার মার্কেট 1.38% হারে বৃদ্ধি পেয়েছে। যদিও ভারতীয় শেয়ার বাজারের উপরে এর তেমন একটা প্রভাব নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ার মার্কেটেও এই সান্তা র‍্যালির অল্পবিস্তর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটের এক বিশেষজ্ঞের কথায়, ‘‘তবে ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে এর কারণ করছাড় নয়। বরং একটা ইতিবাচক মানসিকতায় পুরনো বছর শেষ হোক এবং সেই সঙ্গে নতুন বছর শুরু হোক। মূলত এই মানসিকতাই কাজ করে এই সময়ে স্টকে বিনিয়োগের ক্ষেত্রে।’’ তারই প্রতিফলন দেখা গিয়েছে সোমবারের শেয়ার বাজারে। সেনসেক্স ও নিফটি 50 যথাক্রমে 1.7% ও 1.5% বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স ইন্ট্রাডে শিখর স্পর্শ করেছে 60,833.78 এবং নিফটি 50-র ইন্ট্রাডে শীর্ষ স্তর হল 18,084.10। ব্যাঙ্ক নিফটিও 962.10 পয়েন্ট বা 2.31% বৃদ্ধি পেয়ে 42,630.15 অঙ্কে স্থির হয়েছে। NSE-তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূচক 7.3% বৃদ্ধি পেয়েছে। BSE-তেও Bankex 968 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ক্যাপিটাল পণ্য খাত বৃদ্ধি পেয়েছে 601 পয়েন্ট। মঙ্গলবারও ইতিবাচকভাবে শুরু হয়েছে শেয়ার মার্কেট। সকাল 11টায় সেনসেক্স ও নিফটি 50 সূচক রয়েছে যথাক্রমে 60,652 (0.14% বৃদ্ধি) 18,049 (0.20%) অঙ্কে। ফলে এদিনও সান্তা ক্লজ র‍্যালি অব্যাহত থাকে কিনা, তার জন্য গোটা দিন অপেক্ষা করতে হবে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/qFZBuxS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads