পিতৃহারা চঞ্চল চৌধুরী, 'বাবা...' অভিনেতার পোস্টে চোখে জল ভক্তদের https://ift.tt/t0qrOgJ - MAS News bengali

পিতৃহারা চঞ্চল চৌধুরী, 'বাবা...' অভিনেতার পোস্টে চোখে জল ভক্তদের https://ift.tt/t0qrOgJ

প্রয়াত অভিনেতা রাধাগোবিন্দ চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাধাগোবিন্দ চৌধুরী। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। রাধাগোবিন্দ চৌধুরীর চিকিৎসা চলছিল ঢাকার হাসপাতালের আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে এসেছিলেন চঞ্চল চৌধুরী। এই আন্তর্জাতিক চলচিত্র উৎসবে দেখানো হয় চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ । এই সিনেমায় অভিনয়ের জন্য সকলের প্রশংসা পেয়েছেন তিনি। সেই সময়েই তিনি জানান, অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে এসেছিলেন তিনি। আইসিইউ’তে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রাধাগোবিন্দ চৌধুরী। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এলাকায় তিনি দুলাল মাস্টার বলে পরিচিত। জানা গিয়েছে , এদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপরেই মারা যান তিনি। চঞ্চল চৌধুরীর নিজের বাড়ি পাবনার কামারহাটে। সেখানেই চঞ্চল চৌধুরীর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একেবারে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পাশেই ছিলেন চঞ্চল চৌধুরী। গত ২০ তারিখেই তিনি বাংলাদেশে ফেরেন। এদিন ফেসবুকে তিনি শুধু লেখেন 'বাবা…' । তাতেই ফুটে উঠেছে তাঁর শোক। এক ঘণ্টার মধ্যেই তাতে কমেন্ট লিখেছেন প্রায় ৮ হাজার জন। সবাই তাঁকে সমবেদনা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, "আপনাকে সবটুকু সহ্য করার ক্ষমতা উপরওয়ালা দিক। পরিবারের জন্য সমবেদনা।" অপর এক নেটিজেন লিখেছেন, "কয়েকদিন ধরেই ফেসবুকে বাবাকে নিয়ে আপনার আবেগঘন পোস্ট দেখছিলাম। চোখে জলও এসেছে সেই লেখা পড়তে গিয়ে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আজ এই খবর শুনে অত্যন্ত কষ্ট পেলাম।" চঞ্চলের বন্ধু, বাংলাদেশের সিনেমার অভিনেত্রী শেহনাজ খুশি ফেসবুকে লেখেন, এদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে চঞ্চল চৌধুরীর বাবার। ‘ চঞ্চলের বাবার শেষকৃত্য, তার নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে’ বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার পার্ট ২’ সিনেমা। ওয়েব সিরিজে এই সিনেমাও সবার নজর কেড়েছে। বাংলাদেশের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/KMSyln6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads