বড়দিনে জ্যাকপট, লটারি জিতে দুবাইতে কোটিপতি তেলঙ্গানার অজয় https://ift.tt/qPvXB04 - MAS News bengali

বড়দিনে জ্যাকপট, লটারি জিতে দুবাইতে কোটিপতি তেলঙ্গানার অজয় https://ift.tt/qPvXB04

বড়দিনে বিদেশে জ্যাকপট ভারতীয়র। (Lottery) জিতে রাতারাতি ৩৩ কোটির মালিক হলেন এক গাড়ির চালক। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর (United Arabs Emirates) দুবাইতে (Dubai) লটারি খেলা হয়েছিল। সেখানেই ১৫ মিলিয়ন দিনার জেতেন পেশায় গাড়ির চালক অজয় অগুলা (Ajay Ogula)। বড়দিনে সেই টাকা হাতে পেয়েছেন তিনি। লটারি জেতার পর স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অজয় বলেন, “এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি লটারি জিতেছি।” উল্লেখ্য, তেলঙ্গানার (Telangana) বাসিন্দা অজয় চার বছর আগে দুবাইতে যান। বর্তমানে সেখানকার একটি গয়না প্রস্তুতকারী সংস্থায় গাড়ি চালান তিনি। এর জন্য মাসে ৩ হাজার ২০০ দিনার বেতন পান অজয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা। দুবাইতে বড়দিনে জ্যাকপট (Jackpot) জেতার পর তেলঙ্গানার যুবক জানিয়েছেন, ওই টাকায় একটি চ্যারিটি ফার্ম তৈরি করতে চান তিনি। নিজের গ্রাম ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটাতেই লটারির টাকা খরচ করবেন বলে জানিয়েছেন অজয় অগুলা। কী ভাবে দুবাইতে লটারি জিতলেন তেলঙ্গানার যুবক? স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অজয় বলেছেন, “চার বছর ধরে দুবাইতে থাকলেও এখানকার লটারি সম্পর্কে কিছু জানতাম না। তার পর Emirates Lucky Draw-র ব্যাপারে জানতে পারি। দু’টো টিকিট কিনেছিলাম আমি। এর মধ্যে একটি টিকিটের নম্বর মিলে যায়।” লটারি জেতার সঙ্গে সঙ্গেই তেলঙ্গানার গ্রামের বাড়িতে ফোন করে বিষয়টি জানান তিনি। “লটারিতে বিপুল টাকা জিতেছি, ফোন করে মা আর ভাইকে জানিয়েছিলাম। ওরা কিন্তু প্রথমে আমার কথা বিশ্বাস করেনি। টাকার চেকটা হাতে নিয়ে ছবি পাঠানোর পর আমি যে কোটিপতি হয়ে গিয়েছি, সেটা সবাই বুঝতে পারে।” সাক্ষাৎকারে বলেছেন অজয়। দুবাইয়ের Emirates Lucky Draw-তে অজয় ছাড়াও জ্যাকপট লেগেছে এক ব্রিটিশ নাগরিকের। বছর ৫০-র ওই ব্যক্তির নাম পাউলা লিচ। তিনি ৭৭ হাজার দিনার জেতেন। গত ১৪ বছর ধরে পরিবারের সঙ্গে দুবাইতে রয়েছেন এই ব্রিটিশ নাগরিক। মা-র সঙ্গে পাউলা একটি মানবাধিকার সংগঠনে কাজ করেন বলে জানা গিয়েছে। দুবাইতে কাজের সন্ধানে যাওয়া ভারতীয়র সংখ্যা নেহাত কম নয়। সেখানকার গয়নার কারখানা থেকে শুরু করে আবাসন ও নির্মাণ শিল্পে কাজ করেন বহু ভারতীয়। কিন্তু এদের মধ্যে লটারিতে কোটিপতি হয়ে গিয়েছেন, এমন নজির নেই বললেই চলে। এবার সেই ঘটনাই ঘটেছে তেলঙ্গানার অজয়ের সঙ্গে। নতুন বছরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/dHhuERP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads