আজ পার্ক স্ট্রিট সন্ধ্যায় পরে কি 'ওয়াকিং স্ট্রিট' https://ift.tt/5ZPxel3 - MAS News bengali

আজ পার্ক স্ট্রিট সন্ধ্যায় পরে কি 'ওয়াকিং স্ট্রিট' https://ift.tt/5ZPxel3

: জাঁকিয়ে শীত না-পড়লেও এখন বড়দিনের উৎসবের আমেজে মেতে কলকাতার মানুষ। প্রাক-ক্রিসমাস, চব্বিশের রাতেই রেস্তরাঁ-পানশালায় ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ, শনিবার (Park Street) চত্বরে রেকর্ড ভিড় হবে বলে পুলিশ-প্রশাসন মনে করছে। সে কথা মাথায় রেখেই এশিয়াটিক সোসাইটির মোড় থেকে মল্লিকবাজার মোড় পর্যন্ত গোটা পার্ক স্ট্রিটটাই 'ওয়াকিং স্ট্রিট' করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে লালবাজারের। গত দু'বছর করোনার কারণে বড়দিনের উৎসবে কিছুটা হলেও ভাটা পড়েছিল। এ বারের পরিস্থিতি সে রকম নয়। সেই জন্য এই বছর আগে থেকেই পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নন্দন চত্বরকে আলোর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতার দর্শনীয় স্থানগুলিতেও থিকথিকে ভিড় হচ্ছে আগের মতোই। উৎসবের আমেজ যাতে মাটি না-হয়, সেই জন্য নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে। পার্ক স্ট্রিটের (Park Street) আশপাশে ১১টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পুলিশকর্মীরা 'নাইট ভিশন বাইনোকুলার' নিয়ে ২৪ ডিসেম্বর রাতেই নজরদারি শুরু করেছেন। পুলিশের বক্তব্য, ভিড়ের মধ্যে কেউ অভব্যতা করার চেষ্টা করলে সেটা ধরা পড়ে যাবে। তা ছাড়া, CCTV ক্যামেরার নজরদারি-চোখের সংখ্যাও বাড়ানো হয়েছে। (Park Street) আশপাশের গলিতে কমবয়সিদের ভিড় থাকে উৎসবের সময়ে। নেশার ঘোরে তাঁদের একাংশের অশ্লীল আচরণেরও অভিযোগ ওঠে কখনও-সখনও। সে কথা মাথায় রেখে, মোটর সাইকেলে পুলিশি টহলদারিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের ২০টি টিম মোটর বাইকে টহল দেবেন ওই সব তল্লাটে। রেস্তারাঁ ও পানশালাগুলোয় সাদা পোশোকেও পুলিশি নজরদারি চলবে। পানশালাগুলোকে আবগারি দপ্তরের নোটিস মেনে চলার কথা বলা হয়েছে পুলিশের তরফে। মোটর বাইক ও গাড়ির মদ্যপ ও বেপরোয়া চালকদের জব্দ করতে শহরের ২৩টি জায়গায় নাকা তল্লাশি চলবে। কলকাতায় শুক্র ও শনিবার রাতের নাকা তল্লাশিতে ১০০ জনেরও বেশি আটক হয়েছেন। বড়দিনের আগেই ইকো পার্ক, নিক্কো পার্ক, সায়েন্স সিটি-তে প্রচুর মানুষের ভিড়। থানার পুলিশ (Eco Park Police Station), নিউ টাউন ট্র্যাফিক গার্ড, এমনকী ইকো পার্কের নিজস্ব নিরাপত্তারক্ষীরা ভিড় সামলাতে এ দিন হিমশিম খান। নিউ টাউন ট্র্যাফিক গার্ড ও ইকো পার্ক থানার পুলিশকে সহযোগিতা করার জন্য শনিবার ১২০ জন অস্থায়ী হোমগার্ড নামানো হয়। পার্কের বিভিন্ন প্রবেশ ফটকে হলুদ রংয়ের টি-শার্ট ও হলুদ টুপি পরে থাকবেন ওই হোমগার্ডরা। পুলিশ সূত্রের খবর, আগামী ২ জানুয়ারি পর্যন্ত ভিড় সামাল দেওয়ার জন্য শতাধিক অস্থায়ী হোম গার্ড নিয়োগ করা হয়েছে। ইকো পার্কের ৫ নম্বর গেট এবং ৬ নম্বর গেট থেকে রাস্তা পর্যন্ত বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে যান চলাচলে সমস্যা না-হয়। শনিবার বিশ্ব বাংলা সরণিতে যান চলাচল স্বাভাবিক থাকলেও মেট্রো রেলের কাজের জন্য সিটি সেন্টার-টু লাগোয়া ন'পাড়া থেকে যশোহর রোডের আড়াই নম্বর গেট পর্যন্ত ব্যাপক যানজট ছিল।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/CM6N32e
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads