বড়দিনে ‘বড়’ স্বস্তি, অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম! https://ift.tt/5FBrNsd - MAS News bengali

বড়দিনে ‘বড়’ স্বস্তি, অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম! https://ift.tt/5FBrNsd

Petrol : টানা 7 মাস দেশে অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দর। রবিবার, বড়দিনেও সেই ধারার কোনও পরিবর্তন হল না। শেষবার দেশে পেট্রল-ডিজেলের দামে পরিবর্তন এসেছিল চলতি বছরের 21 মে। যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রল ও ডিজেলের উপর থেকে লিটারপিছু যথাক্রমে 8 টাকা ও 6 টাকা প্রত্যাহার করেছিলেন। আজ, রবিবার (25 dec, 20222) কলকাতায় পেট্রল ও লিটারপিছু যথাক্রমে 106.03 টাকা এবং 92.76 টাকা। মুম্বইতে পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু যথাক্রমে 106.31 টাকা ও 94.27 টাকা। দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু যথাক্রমে 96.72 টাকা এবং 89.62 টাকা। আবার চেন্নাইতে পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু যথাক্রমে 102.63 টাকা এবং 94.24 টাকা। নীচে দেশের বিভিন্ন শহরে আজকে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম দেওয়া হল— Kolkata: : 106.03 টাকা/litre, ডিজেলের দাম: 92.76 টাকা/litre Bengaluru: পেট্রলের দাম: 101.94 টাকা/litre, ডিজেলের দাম: 87.89 টাকা/litre Lucknow: পেট্রলের দাম: 96.57/litre, ডিজেলের দাম: 89.76/litre Noida: পেট্রলের দাম: 96.79/litre, ডিজেলের দাম: 89.96/litre Gurugram: পেট্রলের দাম: 97.18/litre, ডিজেলের দাম: 90.05/litre Chandigarh: পেট্রলের দাম: 96.20/litre, ডিজেলের দাম: 84.26/litre Mumbai: পেট্রলের দাম: 106.31/litre, ডিজেলের দাম: 94.27/litre Delhi: পেট্রলের দাম: 96.72/litre, ডিজেলের দাম: 89.62/litre Hyderabad: পেট্রলের দাম: 109.66 টাকা/liter, ডিজেলের দাম: 97.82 টাকা/liter প্রসঙ্গত, পেট্রল ও ডিজেলের দরে কোনও রকম পরিবর্তন হলে তা প্রতিদিন সকাল 6টায় জানা যায়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিদিন সকাল 6টায় দিনের পেট্রল ও ডিজেলের নতুন দাম জানিয়ে দেয়। আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামের উপরে নির্ভর করে পেট্রল ও ডিজেলের দরের ওঠানামা হয়। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ হ্রাস পাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপিছু এসে দাঁড়িয়েছে 85 ডলার। তবে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে হ্রাস পেলেও ভারতে তার কোনও পরিবর্তন হয়নি। অবশ্য শুধু অপরিশোধিত তেলের দামই নয়, ভ্যাট, ফ্রেট চার্জেস, স্থানীয় কর-সহ বিভিন্ন মাপকাঠির উপরে ভিত্তি করে রাজ্যভিত্তিক লিটারপিছু পেট্রল-ডিজেলের দাম আলাদা হয়। প্রসঙ্গত, গত 21 মে কেন্দ্রীয় সরকার লিটারপিছু পেট্রল-ডিজেলের উপরে শুল্ক প্রত্যাহার করার পরে অনেক রাজ্যও একই পথ অনুসরণ করে। যেমন মহারাষ্ট্র সরকার পেট্রল ও ডিজেলের উপর থেকে লিটারপিছু যথাক্রমে 5 টাকা 3 টাকা ভ্যাট কমিয়েছে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/6pZGWPy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads