আরও এক বছর বিনামূল্যে রেশন, কেন্দ্রের সিদ্ধান্তে উপকৃত 80 কোটি মানুষ https://ift.tt/tvizOro - MAS News bengali

আরও এক বছর বিনামূল্যে রেশন, কেন্দ্রের সিদ্ধান্তে উপকৃত 80 কোটি মানুষ https://ift.tt/tvizOro

Free Ration Scheme: বিনামূল্যে দরিদ্র ব্যক্তিদের রেশন দেওয়া নিয়ে শুক্রবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ফ্রি'তে রেশন দেওয়ার ক্ষেত্রে মেয়াদ বাড়াল মোদী সরকার। শুক্রবার মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে জানিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল জানান সরকার National Food Security Act (NFSA) -এর আওতায় দেশের 80 কোটি মানুষকে আরও এক বছরের জন্য বিনামূল্যে রেশন পরিষেবা দেবে। এরফলে কেন্দ্রের উপর অতিরিক্ত আরও 2 লাখ কোটি টাকার বোঝা চাপতে চলেছে। করোনাকালীন সময় থেকেই এই বিনামূল্যে রেশন স্কিম চালাচ্ছে মোদী সরকার। এই স্কিমের জন্য সরকারের প্রতি বছর 2 লাখ কোটি টাকা খরচ হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দরিদ্রদের এই রেশনের জন্য 1 টাকাও দিতে হবে না। পীযূষ গয়াল জানিয়েছেন, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় সরকার যথাক্রমে প্রতি কেজি চাল, গম ও মোটা শস্য 3,2,1 টাকা হারে দরিদ্রদের উদ্দেশে দেয়। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে, 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই রেশন সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে। এর আগে এই স্কিমের মেয়াদ ছিল 30 সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্র তা বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করেছিল। এবার সেই মেয়াদ আরও বৃদ্ধি করা হল। করোনার সংকটে চালু করা হয়েছিল এই স্কিম Pradhan Mantri Garib Kalyan Yojana শুরু করা হয়েছিল 2020 সালের মার্চ মাসে। দেশের 80 কোটি মানুষ এই স্কিমের সুবিধা নিচ্ছেন। এর আওতায় BPL তালিকাভুক্ত কার্ডধারীরা প্রতি মাসে 4 কেজি গম ও 1 কেজি চাল বিনামূল্যে দেওয়া হয়। গত কয়েক মাসে বেশ কয়েকবার এই স্কিমের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগেও স্কিমের মেয়াদ 3 মাস বৃদ্ধি করা হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ এই নিয়ে প্রায় 7 বার বৃদ্ধি করা হয়েছে। 2020 সালের মার্চ মাসে প্রথম ধাপে মাত্র 3 মাসের জন্য অর্থাৎ এপ্রিল-জুন পর্যন্ত রাখা হয়েছিল এই যোজনার মেয়াদ। পরে তা বাড়তে বাড়তে 2022 সালের মার্চ মাসে এসে থামে। তারপরেও ফের একবার 6 মাস বাড়িয়ে মেয়াদ করা হয় সেপ্টেম্বর পর্যন্ত। সর্বশেষ এই মেয়াদ আরও 3 মাস বাড়িয়ে তা করা হয় 2022 -এর ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এবার আরও একবার সরাসরি এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/aE846is
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads