ভোটের উপহার! মেঘালয়ের সরকারি কর্মীদের DA বাড়ল ৩২ শতাংশ https://ift.tt/RD8b1Pj - MAS News bengali

ভোটের উপহার! মেঘালয়ের সরকারি কর্মীদের DA বাড়ল ৩২ শতাংশ https://ift.tt/RD8b1Pj

: সামনেই বিধানসভার নির্বাচন। আর নতুন বছর শুরুর আগেই সেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালো ()। বড়দিনের আগেই, মেঘালয় সরকার (Meghalaya government) সেখানের সমস্ত সরকারি কর্মীর জন্য (Dearness Allowance) বাড়ানোর কথা ঘোষণা করেছে। সেখানে সরকারি কর্মীদের DA বাড়ছে। মেঘালয় সরকারের অর্থ দফতরের সচিব Vijay Kumar D একটি নোটিশ জারি করে জানিয়েছেন, এখন সেখানের সরকারি কর্মীরা ২৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এবার থেকে তাঁরা DA পাবেন ৩২ শতাংশ হারে। চলতি বছরের জুলাই মাস থেকেই এই বর্ধিত DA কার্যকর হবে। যারা পেনসন পান তারাও এই সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানানো হয়েছে, সেখানের ক্যাজুয়াল এবং Work-Charged Establishment কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। তবে, বাংলো পিয়ন সহ অন্য কর্মীরা যারা নিয়মিত কর্মী নন তাদের জন্য এই নিয়ম কার্যকর নয়। অবসব নেওয়ার পরে যারা এতদিন পেশসন পেতেন, তাঁরা যদি কেন্দ্র বা রাজ্য সরকারের কোন সংস্থায় আবার নিয়োগ পেয়ে থাকেন তাহলে তারা ওই টাকা পাবেন না। তাদের জন্য এখন এই DA ‘সাসপেন্ডেড’ থাকবে। ওই কাজ ছাড়ার পরে তাঁরা আবার এই DA পেতে শুরু করবেন। মেঘালয়ের সরকারি কর্মীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই তাঁরা DA বৃদ্ধি করার দাবি করছিলেন। বড় দিনের আগেই এই DA বাড়ানোর খবরে খুশির আবহ মেঘলায়ের সরকারি কর্মীদের মধ্যে। তাঁরা এটাকে রাজ্য সরকারের কাছ থেকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে জানাচ্ছেন। তবে, বিরোধীদের দাবি, ভোটের আগেই টাকা বাড়িয়ে সরকারি কর্মীদের মন জয় করার জন্য শেষ চেষ্টা করছে । তাদের অভিযোগ, এতদিন ধরে মেঘালয়ের সাধারণ মানুষের মতই সরকারি কর্মীরাও সেখানের সরকারের কাছে অসন্তুষ্ট। ভোটের মুখে তাই সরকারি কর্মীদের ক্ষোভে প্রলেপ দিতে চাইছেন () সরকার। তবে, তাদের দাবি, এখন এই করে কিছু করতে পারবে না মেঘালয় সরকার (Meghalaya government)। কারনাড সাংমার সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে এবং উন্নয়নের নামে মানুষকে বোকা বানানো হয়েছে সেই জন্য সেখানের মানুষ তাদের পতন চাইছে। মেঘালয়ে সর্বত্র পরিবর্তনের হাওয়া বইছে। প্রসঙ্গত, চলতি মাসেই শিলং গিয়েছিলেন তৃণমূল নেত্রী ()। সেখানেই তাঁরা সরকার গঠন করবেন বলেও নিশ্চিত তিনি। সরকার গঠন করার পরেই সাধারণ মানুষের উন্নয়নের দিকে নজর দেবে তৃণমূল বলেও জানিয়ে আসেন তিনি। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই মেঘলায় বিধানসভার নির্বাচন হবে জানা গিয়েছে। জানুয়ারি মাসেই ফের মেঘালয়ে যাওয়ার কথা আছে মমতার। তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) যাবেন বলে জানা গিয়েছে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/gAdz8op
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads