মরশুমের প্রথম তুষারপাত সিকিমে, বরফে ঢাকল রাস্তাঘাট https://ift.tt/cVHPhy9 - MAS News bengali

মরশুমের প্রথম তুষারপাত সিকিমে, বরফে ঢাকল রাস্তাঘাট https://ift.tt/cVHPhy9

: বছরের প্রথম তুষারপাত হল সিকিমে। নতুন বছর শুরুর আগেই এই তুষারপাতের আনন্দ পর্যটকদের মধ্যে। বড়দিন এবং বর্ষশেষের মরশুমে এখন পর্যটকদের ভিড় সিকিমের পর্যটনকেন্দ্রগুলিতে ()। আর, মঙ্গলবারই প্রথম তুষারপাত হল উত্তর সিকিমের লাচুং, লাচেং এবং আশেপাশের এলাকায়। যার জেরে সাদা চাদরে ঢেকেছে সিকিম। সেখানে এখন চারদিকে শুধুই বরফ। গাছে বরফ, বাড়ির ছাদে বরফ। এলাকার বিভিন্ন রাস্তাও ঢেকে গিয়েছে ওই বরফের আস্তরণে। আর এই সময়ে সেখানে বেড়াতে গিয়ে এই বাড়তি আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। অনেকেই জানান, শীতের শুরুতেই যে এই রকম তুষারপাত হবে এবং সেটা চোখের সামনেই দেখতে পাবেন সেটা আশা করেননি। তাই লাচুং, লাচেন এলাকায় যারা আছেন তারা এই রকম পরিবেশ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। কী করে এই আনন্দ এবং খুশির বহিঃপ্রকাশ করবেন সেটাও বুঝতে পারছেন না তারা। ওই এলাকায় থাকার পর্যটকরা জানান, সেখানে তুষারপাত হতে দেখেই অনেকেই হোটেলের এবং ঘরের বাইরে বেড়িয়ে এসে ওই অপরূপ দৃশ্য দেখে একেবারে বাকরোহিত হয়ে গিয়েছেন। তারপরেই অনেকেই নেমে পড়েন বরফের বল বানিয়ে একে অপরের দিকে ছুঁড়ে দিয়ে বাড়তি মজা পেতে। অনেকেই আবার তীব্র ঠান্ডার বের হননি ঘর থেকে। ঘরে মধ্যে থেকেই জানালার পর্দা সরিয়ে উপভোগ করেন স্বর্গীয় দৃশ্য। তারা অনেকেই সেই ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। এমনিতেই এখন হঠাৎ করে তাপমাত্রা কমে গিয়েছে রাজ্যগুলিতে। কিছু এলাকায় হয়েছে শিলাবৃষ্টির সঙ্গেই হালকা বৃষ্টি সোমবার বিকালের পরে এই শিলাবৃষ্টির জেরে পারদের পতন হয়েছে ওই এলাকায়। আগামী কয়েকদিন তীব্র শীতের আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে এলাকার হোটেল এবং হোম স্টে মালিকদের আশা, আগামী কয়েকদিনে আরও তুষারপাত হবে। এখন অনেকেই সেখানে ঘুরতে গিয়েছেন। তুষারপাতের খবর পেয়ে সেখানে পর্যটকদের ভিড় আরও বাড়বে। আবহাওয়া দফতরের হিসাবে, সিকিমের রাজধানী -এর তাপমাত্রার পারদ নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রিতে। গত ৪৮ ঘণ্টা ধরেই কনকনে ঠান্ডা সিকিমে। আগামী কয়েকদিনেও সেখানে শীতের ব্যাটিং চলবে। Lachung এবং আশেপাশের এলাকায় পারদ আরও কমতে পারে বলেও জানানো হয়েছে। হোটেল ব্যবসার সঙ্গে জড়িতরা জানান, এই শীতের কনকনানি উপেক্ষা করেই সেখানে আসছেন প্রচুর পর্যটক। অনেকেই সেখানে হোটেল এবং হোম স্টে ‘বুক’ করে নিয়েছেন। নতুন বছরের শুরুতে তুষারপাতের খবর পেয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা অনেকেই যোগাযোগ করছেন তাঁদের সঙ্গে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/F1ouizp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads