শুক্রবার দুপুর অবধি বন্ধ হাওড়া স্টেশনের ক্যাব রোড https://ift.tt/tJO2VqM - MAS News bengali

শুক্রবার দুপুর অবধি বন্ধ হাওড়া স্টেশনের ক্যাব রোড https://ift.tt/tJO2VqM

বছর শেষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ()। শুক্রবার, ৩০ ডিসেম্বর বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে হাওড়ায় যেতে পারেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রী নিরাপত্তায় বেশ কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কড়াকড়ির কারণে বন্ধ থাকবে হাওড়ার তিনটি প্ল্যাটফর্মের ট্রেন চলাচল। একইসঙ্গে তিনদিন বন্ধ থাকবে হাওড়া স্টেশনের ( Taxi Stand) নিউ ক্যাব রোডও। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে উপস্থিত হবেন হাওড়া স্টেশনে (Howrah Station) আর সেই কারণে নেওয়া হয়েছে বেশ কিছু নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর রাত বারোটার পর থেকে ৩০ তারিখ শুক্রবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে স্টেশনের নিউ ক্যাব রোড (New Cab Road)। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নজরে রেখে ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ২৮ তারিখ রাত বারোটার পর থেকে ৩০ তারিখ দুপুর ২টো পর্যন্ত ওই তিন প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই তিন প্ল্যাটফর্মে যাতায়াত করা ট্রেন ওই কদিন চলাচল করবে অন্য প্ল্যাটফর্ম দিয়ে। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন (Howrah Station)। হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কলকাতায় আসবেন মোদী (Narendra Modi)। সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন (Howrah Railway Station) চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/JtsIK0B
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads