ফুলকপি, বাঁধাকপির দাম 10 টাকা! বাজারে সস্তায় আর কোন কোন সবজি? https://ift.tt/WITN8ao - MAS News bengali

ফুলকপি, বাঁধাকপির দাম 10 টাকা! বাজারে সস্তায় আর কোন কোন সবজি? https://ift.tt/WITN8ao

Kolkata Market Price: অবশেষে শীতকালে সবজি ও নানা ধরনের শাকের দাম কমেছে। নভেম্বরের শেষ থেকেই দাম কম রয়েছে ফুলকপি, বাঁধাকপির মতো সবজির। তবে ডিসেম্বরের শেষ দু'সপ্তাহে সবজির দাম অনেক বেশি কম গিয়েছে। যদিও সবজির বাজারের খরচ লাফিয়ে বাড়ছে মাছ-মাংসের বাজারে। কারণ, বর্তমানে মাছের বাজারে দাম রয়েছে চড়া। তাই সবজির বাজারে যে কয়েক টাকা সাধারণ মানুষ কম খরচ করছে, সেই টাকা খরচ হয়ে যাচ্ছে মাছের বাজারে। পাশাপাশি মাংসের দোকানেও দাম রয়েছে চড়া। খাঁসির মাংসের দাম সাম্প্রতিক সময়ে আর না বাড়লেও মুরগির মাংসের দাম আরও একবার 200 টাকা ছুঁয়ে ফেলেছে। তবে সবজি বাজারে শীতের মরশুমি ফসলের দাম অনেক কমেছে। ফুলকপি জোড়া মিলছে 10 টাকায়। 15 টাকায় মিলছে জোড়া বাঁধাকপিও। এছাড়া পেঁপের দাম রয়েছে 10 টাকা। পাশাপাশি আলুও মিলছে সস্তায়। এবার দেখে নেওয়া যাক বাজারে অন্য কোন সবজি ও মাছের দাম কত রয়েছে? বুধবারে প্রথমেই সবজির দরের দিকে নজর দেওয়া যাক - (Kolkata Vegetable Market Price) আলু (পুরনো) - 12 টাকা থেকে 14 টাকা কেজি আলু (নতুন) - 22 টাকা থেকে 24 টাকা কেজি ফুলকপি - 6 টাকা থেকে 8 টাকা পিস বাঁধাকপি - 8 টাকা থেকে 10 টাকা পিস গাজর - 40 টাকা কেজি বেগুন - 30 টাকা থেকে 35 টাকা কেজি টমেটো - 30 টাকা থেকে 40 টাকা কেজি কাঁচা টমেটো - 40 টাকা কেজি পটল - 40 টাকা কেজি পেঁয়াজকলি - 40 টাকা কেজি ওলকপি - 20 টাকা কেজি সিম - 30 টাকা কেজি পেঁপে - 10 টাকা কেজি পালং শাক - 10 টাকা আঁটি লাল শাক - 8 টাকা থেকে 10 টাকা আঁটি কড়াইশুঁটি - 40 টাকা থেকে 50 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক মাছ বাজারের দর ( Price) রুই - 180 টাকা থেকে 220 টাকা কেজি (গোটা) রুই - 220 টাকা থেকে 250 টাকা কেজি (কাটা) কাতলা - 350 টাকা কেজি থেকে ট্যাংরা - 200 টাকা কেজি ভোলা - 250 টাকা কেজি (মাঝারি আকার) লোটে - 120 টাকা থেকে 150 টাকা কেজি পারসে - 250 টাকা কেজি গলদা চিংড়ি - 700 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken/ Mutton Price) চিকেন - 190 টাকা থেকে 220 টাকা কেজি গোটা মুরগি - 140 টাকা থেকে 145 টাকা কেজি মাটন - 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/TO5uCMU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads