চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ সহযাত্রীর বিরুদ্ধে https://ift.tt/BtWLvYU - MAS News bengali

চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ সহযাত্রীর বিরুদ্ধে https://ift.tt/BtWLvYU

এই সময়, বীরভূম: চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ভিডিয়ো ভাইরাল হলো সামাজিক মাধ্যমে। শনিবার বিকেলে ঘটনাটি হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের ()। যদিও যে ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে এবং যিনি ধাক্কা মেরেছেন বলে অভিযোগ, তাঁদের দু'জনেরই হদিশ এ দিন রাত পর্যন্ত মেলেনি। পুলিশ সূত্রের খবর, ওই ট্রেনের এক বিশেষভাবে সক্ষম যাত্রী বিবদমান দুই সহযাত্রীর গোটা গোলমাল পর্বের সাক্ষী। গোলমাল ও ধাক্কা দেওয়ার ঘটনা তিনিই মোবাইলে ভিডিয়ো করেন। তাঁর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, এ দিন বিকেলে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ((Howrah-Malda Intercity Express)) তারাপীঠ রোড স্টেশন (Tarapith Road Station) থেকে রামপুরহাটের (Rampurhat) দিকে যাওয়ার সময়ে দুই সহযাত্রীর মধ্যে গোলমাল চলছিল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু'জনের মধ্যে হাতাহাতির সময়ে নেড়া মাথার এক ব্যক্তি তুলনায় কমবয়সি এক যুবককে ট্রেনের দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। তারপর নিজের কপালে আঙুল ছোঁয়াতেও দেখা যায় ওই নেড়া মাথার ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, বিশেষ ভাবে সক্ষম ওই প্রত্যক্ষদর্শী গোটা ঘটনার ভিডিয়ো করলেও তিনি সম্ভবত ভাবতে পারেননি যে এ ভাবে একজন অন্যজনকে ট্রেন থেকে ফেলে দেবেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী যাত্রী মুরারই স্টেশনে নামেন। মুরারই থানায় গিয়ে ভিডিয়োটি দেখিয়ে পুলিশকে বিষয়টি জানান তিনি। সঙ্গে সঙ্গে রামপুরহাট জিআরপির সঙ্গে যোগাযোগ করে থানা। এ দিন সন্ধে থেকে রেল পুলিশ ও থানা তারাপীঠ রোড এবং রামপুরহাট স্টেশনের মধ্যে রেললাইন বরাবর তল্লাশি শুরু করেছে। যে যুবককে চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে দেখা যায় ভিডিয়োতে, রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। অভিযুক্ত ও আক্রান্ত ব্যক্তি ঠিক কোথা থেকে ট্রেনে উঠেছিলেন, সেটা সংশ্লিষ্ট সব স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানার চেষ্টা করছে রেল পুলিশ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/xi1pRjc

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads