দাতা দিদি, তরুণীর লিভার প্রতিস্থাপনের অনুমোদন মাত্র ১২ ঘণ্টায় https://ift.tt/PFZfN2y - MAS News bengali

দাতা দিদি, তরুণীর লিভার প্রতিস্থাপনের অনুমোদন মাত্র ১২ ঘণ্টায় https://ift.tt/PFZfN2y

এই সময়: একে ছুটির দিন, তায় হাতে বিশেষ সময়ও ছিল না চিকিৎসকদের। তা সত্ত্বেও প্রবল তৎপরতায় যাবতীয় আইনি প্রক্রিয়া সামলে ১২ ঘণ্টার মধ্যে লিভার প্রতিস্থাপনের অপারেশনের ব্যবস্থা হলো এক তরুণীর। পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাদের উদ্যোগে শনিবার সরকারি ছুটির সকালেই জরুরি বৈঠক ডেকে প্রতিস্থাপনের ছাড়পত্র দেয় স্বাস্থ্যভবন। আইনি ছাড়পত্র মেলার পর দুপুরেই দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে শুরু হয় বছর ২৫-এর রণিতা বসুর লিভার প্রতিস্থাপন। দাতা তাঁরই দিদি, ২৮-এর রীতিকা। আবেদনের এত অল্প সময়ের মধ্যে লিভার প্রতিস্থাপনের ব্যবস্থা এর আগে কলকাতায় হয়েছে কি না, তা মনে করতে পারছেন না স্বাস্থ্যকর্তারা। দীর্ঘ সময় ধরে চলে অস্ত্রোপচার। লিভারের জটিল রোগে আক্রান্ত রণিতার চিকিৎসা চলছিল শহরের অন্য একটি বেসরকারি হাসপাতালে। ছাড়া বিকল্প ছিল না চিকিৎসকদের সামনে। কিন্তু যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল, সেখানে এই অস্ত্রোপচারের উপযুক্ত পরিকাঠামো ছিল না। তাই শুক্রবার রাতে তড়িঘড়ি তাঁকে ইএম বাইপাস লাগোয়া আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও দ্রুত লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু এ জন্য দরকার স্বাস্থ্যভবনের অনুমোদন ও আইনি ছাড়পত্র। এবং তারও আগে প্রয়োজন দাতা বা ডোনরের। সেই সমস্যার সমাধানে অবশ্য বিশেষ বেগ পেতে হয়নি। দিদি রীতিকার পাশাপাশি মা সুনন্দা বসুও মেয়েকে লিভারের একটা অংশ দানে রাজি হন। রক্তের গ্রুপ ও অন্যান্য শর্ত মিলে যায় দু'জনেরই। কিন্তু সুনন্দার বয়স ৫৩ বছর। চিকিৎসকরা তাই রীতিকাকেই দাতা হিসেবে বেছে নেন। সেই মতো কাগজপত্র তৈরি করে স্বাস্থ্যভবনে যোগাযোগ করা হয়। শনিবার সকালে দাতার সায় থাকার আইনি নথিপত্র তৈরি করে তা পাঠানোর ব্যবস্থা করেন আইনজীবী কোয়েল মোদক, উর্বি সাহা ও মৌমিতা ভৌমিক। জরুরি ভিত্তিতে বৈঠকে বসে প্রতিস্থাপন বিষয়ক কমিটি। চিকিৎসা ও আইন সংক্রান্ত নথি দেখে প্রতিস্থাপনে অনুমোদন দেওয়া হয়। বেলা ১২টার মধ্যে অনুমোদনপত্র পৌঁছয় হাসপাতালে। হাসপাতালের আঞ্চলিক আইনি আধিকারিক সুমন্ত ঘোষ বলেন, 'যত দ্রুত সম্ভব অপারেশন শুরুর চেষ্টা করি আমরা। অনুমোদন মেলার পরেই শুরু হয়ে যায় প্রতিস্থাপনের অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারের দায়িত্বে আছে চিকিৎসক সঞ্জয় গোজা ও রাহুল রায়ের নেতৃত্বে ১৪ জন চিকিৎসকের দল।'


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/vpHONzK

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads