Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/y8Kb4Nq
নেশামুক্ত সমাজ গড়তে বার্তা, ঠাকুরনগর থেকে হেঁটে কেদারনাথ পাড়ি ২ যুবকের https://ift.tt/SOTAbqG

"আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়" এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে দেশের ২৪টি রাজ্যে ঘুরেছিলেন গাইঘাটার গুটড়ির যুবক সঞ্জয় বিশ্বাস। ২৪টি রাজ্যে ঘুরে মাস খানেক আগে বাড়ি ফিরেছিলেন তিনি। আর এবার তাঁর দেখানো পথেই নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিতে থেকে () যাত্রার সিদ্ধান্ত নিয়েছেন সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডল নাম দুই যুবক। আনুমানিক ১৯০০ কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সোমবার সকালে ঠাকুরনগরের () ঠাকুরবাড়িতে পুজো দিয়ে যাত্রা শুরু করেন। এই যাত্রার শুরুতে তাঁদের পাশে ছিলেন সৌগত মা শুক্লা বিশ্বাস ও সঞ্চয় বিশ্বাস। এই প্রথমবার এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। কেন এমন সিদ্ধান্ত নিলেন সৌগত? এই যাত্রা প্রসঙ্গে সৌগত বলেন, "নেশা এখন চারিপাশে ছেয়ে গিয়েছে। সাধারণ মানুষ নেশার প্রতি আসক্ত হচ্ছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে এই বার্তা দিচ্ছি। নেশা বর্জন করুন ও নেশামুক্ত সুন্দর সমাজ গড়ে তুলুন। এই বার্তাই দিচ্ছি আমরা। ঠাকুরনগর হরিচাঁদ শান্তিমাতা ও গুরুচাঁদ মন্দির থেকে যাত্রা শুরু করলাম। এখান থেকে কেদারনাথ পর্যন্ত হেঁটেই যাত্রা করব। এর আগে কখনও এই ধরনের যাত্রা করিনি। শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তি নিয়ে যাচ্ছি।" আর ছেলের এই সিদ্ধান্তে খুবই খুশি শুক্লা বিশ্বাস। তিনি বলেন, "ওরা যাতে সুস্থভাবে কেদারনাথে পৌঁছতে পারে সেই প্রার্থনা করছি। এছাড়া তারা যে সব জায়গায় যাবে সেখানকার স্থানীয় বাসিন্দারা যেন রাস্তায় তাদের সাহায্য় করেন।" সঞ্চয় বিশ্বাস বলেন, "ওরা একটা দুঃসাহসিক উদ্যোগ নিয়েছে। ওদের জন্য শুভেচ্ছা রইল। ওরা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে চলতে পারে। নেশা মুক্তির বিরুদ্ধে এরা এই যাত্রা শুরু করেছে। এখন গোটা বিশ্ব নেশায় জর্জরিত। সেখানে দাঁড়িয়ে যে এরা এই চিন্তাভাবনাটা নিয়েছে তার জন্য এদের আমি স্বাগত জানাচ্ছি। সাধারণ মানুষ যেন এদের সাহায্য করেন এটাই বলব।" কয়েক মাস আগে নেশামুক্তি কেন্দ্রের সামনে থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম অনির্বাণ ভট্টাচার্য। জানা গিয়েছে, ওই কেন্দ্রেরই আবাসিক ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন ওই যুবক, এমনটাই সূত্রের খবর। কিন্তু, আচমকা কেন এই ধরনের ঘটনা ঘটেছিল, তা নিয়ে রহস্য ঘনিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই রিহ্যাব সেন্টার থেকে যুবক কোনওভাবে পড়ে গিয়েছিলেন। তাঁকে CMRI হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তবে ঘটনায় কোনও পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/y8Kb4Nq
Leave Comments
Post a Comment