Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Sdo0v53
মসনদে থাকছেন বরিস জনসনই, আস্থা ভোটে জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর https://ift.tt/9OJDtMC

আশঙ্কার পাহাড় পেরিয়ে টেমসের তীরে বরিসের জন্য নতুন সূর্যোদয়। এ যাত্রা গদিরক্ষা পেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ( )। আস্থা ভোটে জয়ী বরিস জনসন ()। ব্রিটেনে লকডাউন উঠে যাওয়ার পর সংবাদের শিরোনামে উঠে আসেন বরিস জনসন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, লকডাউন চলাকালীন সরকারি বাসভবনে পার্টি দেওয়ার। অভিযোগ প্রমাণিত হয়। দিতে হয় জরিমানাও। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রধানমন্ত্রীকে আস্থাভোটের মুখোমুখি হতে হয়। এদিন ব্রিটিশ পার্লামেন্টে বরিসের পক্ষে পড়ে ২১১টি ভোট, বিপক্ষে ছিল ১৪৮টি ভোট। গোপন ব্যালেট গুণে পার্টি কমিটির চেয়ারম্যান রেজাল্ট ঘোষণা করেন গ্রাহাম ব্রাডি (Graham Brady)। বরিস জনসনকে (Boris Johnson) প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে হলে প্রস্তাবের পক্ষে পড়তে হত ১৮০ জনের ভোট। তা না হওয়াতেই চেয়ার ফিরে পেলেন বরিস। ‘PARTYGATE’ কোলেঙ্কারিতে সংসদে আস্থাভোটের সম্মুখীন হতে হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে (Boris Johnson)। নিজের দলই তাদের শীর্ষ নেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে। সংসদীয় রাজনীতিতে সম্ভবত প্রথম এই ধরনের ঘটনা ঘটল। ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে কুর্শিতে বসেছিলেন বরিস। প্রধানমন্ত্রী হিসেবে জনসন যে দেশ চালাতে ব্যর্থ, সেই অভিযোগ প্রথম তোলেন মন্ত্রিসভার সদস্য জেসি নরম্যান। জনসনকে না সরালে দলও সমস্যায় পড়তে পারে বলে দাবি করেছিলেন তিনি। আস্থা ভোট নিয়ে ডাউনিং স্ট্রিট থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। প্রতিক্রিয়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রীও। শাসক দলই প্রধামন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনতে চলছে এমন ঘটনা ব্রিটেনে এই প্রথম। সম্ভবত সারা বিশ্বেও।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Sdo0v53
Leave Comments
Post a Comment