Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/CVkoY5Q
KK-র চূড়ান্ত অপমান! নেটিজেনদের নিশানায় হিরো আলম https://ift.tt/QfV7Eke

বিখ্যাত গায়ক KK-র মৃত্যুর শোক এখনও সামলে উঠতে পারেননি ভক্তরা। সকলেই নিজের মতো করে সম্মান জানাচ্ছেন এই গায়ককে। কিন্তু, এবার KK-কে সম্মান জানাতে গিয়ে বেজায় বিপাকে পড়লেন ওপার বাংলার গায়ক হিরো আলম। তিনি গায়কের অন্যতম জনপ্রিয় গান ‘Intezar Kab Tak Hum Karenge Bhala’-টি গান । গায়কের দাবি ছিল, তিনি KK-কে শ্রদ্ধা জানাতেই এই গান গেয়েছেন। কিন্তু, এই যুক্তি খারিজ করে রাগ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি 'কাইটস' সিনেমার এই গানটির 'পিন্ডি চটকে দিয়েছেন' হিরো আলম। গানের লিরিক্সে আলম নাকি গেয়েছেন, 'ইন্তেজার কাপতাপ'। এরপরেই কার্যত তেতে উঠেছেন নেটপাড়ার বাসিন্দারা। কেন কেকের একটি গানকে নষ্ট করা হল? প্রশ্ন তুলেছেন তাঁরা। অনেকে আবার রূপঙ্করের সঙ্গে তুলনা করেছেন হিরো আলমের। তাঁদের কথায়, “হিরো আলমও এই গান গেয়ে KK-কে অপমান করেছেন।” ৩১ মে নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন বিখ্যাত গায়ক KK। এদিন শোয়ের পর হোটেলে ফিরে তিনি অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। KK-র ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শিল্পীর বাঁ-দিকের আর্টারিতে বড় ব্লক ছিল। অতিরিক্ত শারীরিক কসরতের জন্য সেই ব্লকের পরিমাণ বেড়ে যায়। সিপিআর সময়মতো দেওয়া হলে গায়ককে বাঁচানো যেত বলে মতামত অনেকেরই। এই গায়কের আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁরা নিজেদের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন গায়ককে। কিন্তু, গায়কের গান নিয়ে হিরো আলমের ‘ছিনিমিনি খেলা’-টা মেনে নিতে পারছেন না তাঁরা। নেটপাড়ার বাসিন্দাদের একাংশের যুক্তি, “এই গান নেহাতই শ্রদ্ধা জানাতে নয়। এখান থেকে রোজগারও করবেন হিরো আলম। সেক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থে এই ধরনের ভুলভাল গান গাওয়া নেহাত অপ্রয়োজনীয় এবং তা KK-র অপমান।” উল্লেখ্য, কিছুদিন আগেই রবীন্দ্রসংগীত গেয়ে রীতিমতো ট্রোল হয়েছিলেন হিরো আলম। সেই সময় তিনি দাবি করেছিলেন, গানটা তিনি গুনগুন করেছেন, গাননি। প্রসঙ্গত, KK-র শোয়ের দিন বাঙালি গায়ক একটি লাইভে বলেন, “আজ শো করতে KK কলকাতায় এসেছিলেন। ওয়ান অ্যান্ড ওনলি KK। এই শো নিয়ে তুমুল উত্তেজনা। তাঁর কনসার্টের কিছু লাইভ ভিডিয়ো দেখছিলাম। তিনি ‘ওয়ান্ডারফুল’ গায়ক। কিন্তু, আমার মনে হল সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিয়ো আমার রয়েছে, সোমলতা, ইমন মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমের রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম আমরা KK-র থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো!”
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/CVkoY5Q
Leave Comments
Post a Comment