বেলুড় স্টেশনে অবরোধে হকাররা, বন্ধ রইল ট্রেন চলাচল https://ift.tt/XKNrbtz - MAS News bengali

বেলুড় স্টেশনে অবরোধে হকাররা, বন্ধ রইল ট্রেন চলাচল https://ift.tt/XKNrbtz

RPF -এর হাতে হেনস্থার অভিযোগে বেলুড় স্টেশনে লাইনে বসে পড়ে করলেন হকাররা৷ ওই ঘটনার জেরে বেলুড় স্টেশনে মেইন লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালীন আন্দোলনকারীরা আরও কিছু দাবির কথা তুলে ধরেন৷ হকার ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন তাঁরা হকারি করতে পারেননি। ফলে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও, ইচ্ছাকৃতভাবে তাঁদের হেনস্থা করা হচ্ছে। কারণে-অকারণে আর্থিক জরিমানা করা হচ্ছে। আটক করা হচ্ছে। এরই প্রতিবাদে এদিন স্টেশনের রেল লাইনে বসে পড়ে অবরোধ করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে RPF এবং GRP ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয় রেল পুলিশের তরফে৷ তাদের আশ্বাসের পরই অবরোধ তুলে নেন হকাররা। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রাত আটটা পাঁচ থেকে অবরোধ শুরু হয়। এর জেরে মেইন লাইনে লোকাল ও দূরপাল্লার ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে যায়। একঘণ্টা পর অবরোধ উঠলে ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। করোনা অতিমারিতে দীর্ঘ দিন বন্ধ ছিল ট্রেন৷ অনেক দিন বন্ধ থাকার পর ট্রেন চলার অনুমতি মিললেও, সেখানে হকারদের প্রবেশ নিষিদ্ধ ছিল৷ এরপর ধীরে ধীরে সেই নিষেধ উঠে যায়৷ হকারদের ট্রেনে ওঠার অনুমতিও দেওয়া হয়৷ তবে এরপরও RPF -এর দ্বারা বারবার তাঁদের হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ করে এদিন রেল অবরোধ করে প্রতিবাদ দেখান হকাররা৷ এদিকে হাওড়া স্টেশনে ঢোকার মুখে একটি ডাউন লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। হঠাৎই এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। আতঙ্কিত যাত্রীরা ছুটে ট্রেনটি থেকে নেমে পড়েন৷ ঠিক কি কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দিনের গুরুত্বপূর্ণ ব্যস্ত সময়ে ওই আগুন লাগার ঘটনা নিয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলেন যাত্রীরা৷ কয়েক মাস আগেই একইভাবে বালি স্টেশনে ট্রেনের প্যান্টোগ্রাফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য . প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ...


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/oXZsSN0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads